বিনোদন ডেস্ক : সিনেমায় ব্যস্ত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পরিচালকরা শিডিউল নিতে তার পেছনে লম্বা লাইন দিয়েছেন। তবে কাউকেই ফেরাচ্ছেন না তিনি।
রাত-দিন এফডিসিতে শুটিং, ডাবিংসহ কত কাজ তার। অবশ্য একসময় একটা আলাদা জীবন ছিল তার। যে জীবনে ছিল স্বামী, সংসার। কিন্তু সিনেমার রঙিন আলো আর ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’-এর রুপালি জগত প্রভাকে ভুলিয়ে দিয়েছে সেসব।
বানিয়ে দিয়েছে পুরোদস্তুর একজন নায়িকা। ব্যস্ত নায়িকার চরিত্রে অভিনয় করছেন প্রভা। অবশ্য কোনো সিনেমায় নয়, একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’।
ধারাবাহিকটি নির্মাণ ও রচনায় সুমন আনোয়ার। গল্পের খাতিরেই নাটকটির শুটিং চলছে এফডিসিতে।
সুমন আনোয়ার তার প্রথম সিনেমা ‘কয়লা’-এর প্রস্তুতি নিতে গিয়ে যেসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন তা নিয়েই নাটকটির গল্প। সিনেমা বানানো যে একটা বহুমাত্রিক যুদ্ধ, তা-ই এখানে দেখিয়েছেন তিনি।
নাটকটি পরিচালনার পাশাপাশি সুমন আনোয়ার নিজেও এতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শ্যামল মাওলা, শাহেদ আলী সুজন, সুষমা সরকারসহ আরো অনেকেই।
খুব তাড়াতাড়িই একটি স্যাটেলাইট চ্যানেলে ধারাবাহিক নাটকটির প্রচার হবে বলে জানা গেছে।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম