মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৬:০৪:২৬

শাকিব খানের আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরা

শাকিব খানের আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরা

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির কিং বলা হয়ে থাকে শাকিব খানকে। অথচ এই কিং কাণ্ডজ্ঞানহীন? আর তার এই কাণ্ডজ্ঞাহীন কর্মকাণ্ডে বেশ বিরক্ত সাংবাদিকরা।

জানা গেছে, কালাম কায়সার পরিচালিত ‘মা’ ছবির মহরতে সকাল ১১টায় উপস্থিত হবার কথা থাকলেও দুপুর পৌনে ৩টার মধ্যেও এফডিসিতে পৌঁছাননি শাকিব খান। আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। পরে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছালে সকল সাংবাদিক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এদিকে শাকিব খানের কাণ্ডজ্ঞানহীন আচরণে বিস্ময় প্রকাশ করে একজন সাংবাদিক বলেছেন, দেশের চলচ্চিত্র জগতের একজন শীর্ষ তারকার কাছ থেকে এটা আশা করা যায় না।

এ ছাড়াও সাংবাদিকেরা সময়জ্ঞান ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল হতেও পরামর্শ দিয়েছেন।

সাংবাদিকরা বলেন, শাকিব পরিচালককে জানাতে পারতেন তার সমস্যার কথা কিংবা না আসার কথা। কিন্তু কিছুই না জানিয়ে এভাবে এতগুলো মানুষকে বসিয়ে রেখে তাদের সময় নষ্ট করার যৌক্তিক কি কোন কারণ হয়?

এদিকে শাকিব খানের এমন আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পরেছেন ছবির পরিচালক কালাম কায়সার। তিনি সাংবাদিকদের কাছে শাকিবের এই আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে পরিচালক কালাম কায়সার নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন চলচ্চিত্র ‘মা’। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাংবাদিকদের আজ সকাল ১১টায় এফডিসির তিন নম্বর ফ্লোরে ডেকেছিলেন পরিচালক।
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে