মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৮:৫১:৫৪

পদ্ম সম্মান পেয়ে পদ্ম কাঁটায় জর্জরিত অনুপম খের

পদ্ম সম্মান পেয়ে পদ্ম কাঁটায় জর্জরিত অনুপম খের

বিনেদান ডেস্ক : বরাবরই তিনি সহিষ্ণুতার পক্ষে জবাব দিয়ে এসেছেন। জবাব দিয়েছেন বাক স্বাধীনতার বিষয়ে। আর সেই মতপ্রকাসের স্বাধীনতা বুমেরাং হয়ে ঘুরেছে তার দিকেই৷ পদ্মভূষণ সম্মান পাওয়ার দিনই সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেতা অনুপম খের৷ যে কোনো পুরস্কার এমনকি পদ্ম সম্মানেও তার অনাস্থা জানিয়ে করা পুরনো ট্যুইট তুলে এনে তাকেই ‘পদ্ম’কাঁটার আঘাতে জর্জরিত করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

সোশ্যাল মিডিয়া সবারই মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। আর সেখানেই একদিন অনুপম খের জানিয়েছিলেন, ‘পুরস্কার আমাদের দেশে একটা তামাশা হয়ে দাঁড়িয়েছে৷ এ দেশে কোনও সম্মানেরই কোনও বিশ্বস্ততা নেই৷ সে সিনেমার পুরস্কার হোক, জাতীয় পুস্কার হোক কিংবা পদ্ম সম্মান৷’ সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে এ ট্যুইট তিনি করেছিলেন ২০১০ সালের ২৬ জানুয়ারী৷ ওই বছরই তার আগে তিনি ট্যুইট করে বলেছিলেন যে, তিনি ছোটবেলা থেকে শুনে আসছেন অসাধারণ কিছু হলে পুরস্কৃত করা হয়৷ কিন্তু এখন দেখছেন, পুরস্কার পাওয়ার জন্য সেটাই যথেষ্ট নয়৷ এরপর গড়িয়েছে পাঁচটা বছর৷

সম্প্রতি অসহিষ্ণুতা ইসুতে যে কোন কারণে সরকারের পাশে পাশেই থেকেছেন বর্ষিয়ান এই অভিনেতা৷ শাহরুখ খান থেকে আমির খান, অসহিষ্ণুতা নিয়ে যারাই মুখ খুলেছেন তাদেরই সমালোচনা করেছেন তিনি। যে পরিচালকরা অসহিষ্ণুতার প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন তাদেরকেও একহাতে নিয়ে ঝেড়ে ছিলেন তিনি৷ ‘অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাং’ বলে তাদের বিদ্রূপ করতেও ছাড়েননি৷ কিন্তু এবার তিনি নিজেই পুরস্কার পেয়েছেন এই কথা ঘোষণা হয়েছে৷ তার পরই তিনি সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন, এ সম্মান তার জীবনের সেরা সম্মান৷ এ সম্মান তিনি উৎসর্গ করেছেন তার বাবাকে৷

কিন্তু প্রশ্ন উঠছে তার দুরকম মনোভাব নিয়ে৷ যিনি পাঁচ বছর আগে পদ্ম সম্মানে বিশ্বস্ততা খুঁজে পাননি, তিনিই কি করে এই সম্মান পেয়ে আপ্লুত হয়ে পড়লেন৷ কেউ কেউ বলছেন, ‘অ্যাওয়ার্ড ওয়াপসি’র বিরোধিতা করে সরকারের নেকনজরেই ছিলেন তিনি৷ আর তাই এই পুরস্কার একরকমের প্রতিদান৷  সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যোই এ নিয়ে ট্রোলের ছড়াছড়ি৷ স্ত্রী কিরন রাওয়ের বিজেপি নেত্রী হওয়াতেই যে তার এই সম্মান এমন ইঙ্গিতও করা হয়েছে৷ কোনও ট্রোলে আবার বলা হয়েছে কিভাবে সময়ের সঙ্গে তার অবস্থান বদল হয়েছে৷ কংগ্রেস, আন্না, আপ, ও মোদির সঙ্গে তার বিভিন্ন সময়ে ঘনিষ্ঠতা নিয়েও নানা কথা উঠেছে৷ ভক্তদের জন্য পদ্ম অ্যাওয়ার্ড বলে ছুটে আসছে ব্যাঙ্গের তির৷

এ ধরনের ট্রোল যে তার নজরে আসেনি তা নয়৷ এবং এক্ষেত্রে অন্তত তিনি খুব একটা সহিষ্ণুতার পরিচয় দিতে পারেননি৷ বরং পালটা বিদ্রুপ করে জিজ্ঞেস করেছেন, দেশে কি খুব বেসি বার্নল বিক্রি হচ্ছে আজ? তার সম্মান পাওয়ায় যে অনেকে প্রতিহিংসার আগুনে জ্বলছেন এমনটাই ইঙ্গিত অভিনেতার৷ কিন্তু পাঁচবছরেই সম্মান প্রসঙ্গে তার অবস্থান কিভাবে বদলাল তা অবশ্য খোলসা করে বলেননি৷ অনেক গুনীজেনেরই তো মতামত, অভিনেতা হিসেবে তিনি যে মানের, পুরস্কার পাওয়ার রাজনীতি অন্তত তাকে মানায় না৷

পদ্ম সম্মান নিয়ে অভিযোগ নতুন নয়৷ সরকার বদলালেও সরকারের প্রশংসা করেই যে এ সম্মান মেলে, এ অভিযোগ আজও রয়ে গিয়েছে৷ অনুপম খেরের পদ্ম সম্মানে সে বিতর্কই আরো একবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠলো৷
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে