বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়ায় মুগ্ধ হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ছোট্ট টিপ, ডিপ লিপস্টিক আর বেনারসি সিল্কে অন্যরকম এক ঐশ্বরিয়া। খানিকটা বিজ্ঞাপনের মতো শোনালেও এটাই বিশ্ব সুন্দরীর স্টাইল স্টেটমেন্ট।
মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজে যান ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করে ভারত সরকার।
মধ্যাহ্নভোজের সময় তার পরণে ছিল ছোট্ট লাল টিপের সঙ্গে ডিপ লাল রঙা লিপস্টিক আর লাল রঙা বেনারসি সিল্ক শাড়ি।
বলিউড গ্ল্যামার কুইন ঐশ্বরিয়া রাই বচ্চনের এমন সাজ নজর কাড়ে সবার। তার সৌন্দর্যে অভিভূত খোদ ফ্রান্সের প্রেসিডেন্টও প্রশংসার ফুলঝুড়ি ঝড়িয়েছেন।
বচ্চন বধূর ছবি সর্বজিতের শ্যুটিংয়ের জন্য তিনি খুবই ব্যস্ত। তবে যতই ব্যস্ত থাকুন না কেন ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজের সুযোগ কেউ ছাড়ে! ঐশ্বরিয়া যেই শাড়ি পরেছিলেন সেটা বানিয়েছেন ফ্যাশন ডিজাইনার সওয়াতি এবং সুনয়না।
শাড়ি পরিহিত ঐশ্বরিয়াকে দেখতে একেবারে অনবদ্য লাগছিল। শাড়িটি প্রাকৃতিক তন্তু দিয়ে বানানো হয়েছে, যা আবার পরিবেশবান্ধবও।
অবশ্য ফ্রান্সের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছেন ঐশ্বরিয়া। কারণ ফ্রান্সের কসমেটিক কোম্পানি লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অ্যাশ।
সম্প্রতি আরো একটি ফরাসি ব্র্যান্ড ইভা লঙ্গোরিয়ার বিজ্ঞাপনে দেখা যাবে সাবেক বিশ্ব সুন্দরীকে। ইন্টারন্যাশানাল শর্ট ফিল্ম 'পিঙ্ক প্যানথার ২'তেও দেখা মিলবে অ্যাশের।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম