বিনোদন ডেস্ক : জীবনটা এখন অনেক বেশি সতেজ স্বাস্থ্যকর। সাবানের এই বিজ্ঞাপনের এই ক্যাচলাইনটাকে অমরত্ব দিয়ে গিয়েছেন সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায়। আর এই মুহূর্তে এই কথাটিকে নিজের জীবনে যিনি খুব বেশি অনুভব করছেন, তার নাম প্রিয়াঙ্কা চোপড়া। পুরস্কার তার কাছে আরো বেশি কাজ করার প্রেরণা। আরো বেশি পারফেকশন, আরো বেশি দায়িত্বের— জানালেন ৩৩ বছর বয়সী এই বিশ্ব সুন্দরী।
সম্প্রতি মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’-য় অভিনয়ের সুবাদে সম্মানিত হওয়ার পরে স্বদেশে পদ্মশ্রী-র মতো সম্মান পেয়ে কি ভাবছেন ‘বাজিরাও মস্তানি’-র কাশীবাঈ?
সন্দীপন না-পড়লেও প্রিয়াঙ্কার উত্তরে সেই পুরাতন সাবান-সতেজতার বুদ্বুদ। মন্ট্রিল থেকে ফোনে জানালেন, ‘অনেক আবেগ আর অনুভূতির মধ্যে দিয়ে দিন কাটছে, তাযে কি করে বোঝাব? মনে হচ্ছে, স্বপ্নের জগতে বিচরণ করছি। আমার মনে হয়, এটা আমার কঠোর পরিশ্রমেরই ফল। আমি কোনও কাজকেই ‘গ্রান্টেড’ হিসেবে দেখি না।’
‘কোয়ান্টিকো’-য় অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ পেয়েছেন এই মাসেই। তার পরেই পেলেন স্বদেশের অন্যতম সেরা-র শিরোপা।
২২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই