বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার প্রযোজক ও অভিনেতা অনন্ত জললিল বলেছেন, বলিউডের কারিনা কাপুরের সঙ্গে নাচা আমার জন্য কোন ব্যাপার না'।
আগামী ১২ ফেব্রুয়ারী ঢাকায় আসবেন বলিউডের নবাব বধূ কারিনা কাপুর খান। এখানে একটি কনসার্টের মূল আকর্ষণ হিসেবে থাকবেন তিনি ও বাংলাদেশের অনন্ত জলিল।
অন্তর শোবিজ আয়োজিত ‘বলিউড কুইন নাইট উইথ এজে’ শিরোনামে কনসার্টে পারফর্ম করার জন্য প্রথমবারের মতো ঢাকাতে আসছেন কারিনা কাপুর। এ উপলক্ষে আজ বুধবার রাজধানীর সেভেনহিল রেস্টুরেন্ট-এ আয়োজন করা হয় সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নে অনন্ত জলিল ওই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘আমি তো বেশিরভাগ সময়ই বিদেশীদের সঙ্গে ডিল করি। সে হিসেবে কারিনা কাপুরের জন্য নাচা কোন ব্যাপার না'।
ওই সংবাদ সম্মেলন থেকে অনুষ্ঠান আয়োজনের নানা দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে অনন্ত জলিল তার বক্তব্যে বলেন, ‘এরকম আয়োজন আমাদেরকে আরও সচেতন করে তুলবে, এমন অায়োজন আরও হওয়া উচিত।’
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন