বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সম্প্রতি হলিউডে অভিনয় করে বেশ নাম করেছেন। যার ধারাবাহিকতা দ্য রকখ্যাত বিশ্বখ্যাত রেসলার অভিনেতা ডুয়ানের সঙ্গে তিনি একই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
এদিকে হলিউডে অভিনয়ের সূত্র ধরে ইদানিং ঘনঘন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। তবে তার এই ঘনঘন মার্কিনে যাওয়া নিয়ে বলিউডে রয়েছেন নানা গুঞ্জন। কেউ বলছেন, সেখানে হয় তো কারো সাথে পিসির প্রেমের চক্কর চলছে। তবে এই গুঞ্জনের সত্যতা পাওয়া গেল এবার।
সম্প্রতি পিসির এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, ‘প্রিয়াঙ্কা একজনের সঙ্গে প্রেম করছেন। এ জন্য আমরা সত্যিই হাঁফ ছেড়ে বেঁচেছি’।
প্রিয়াঙ্কার এই বন্ধুটি বলেন, ‘প্রিয়াঙ্কার এর আগের সম্পর্কটির কোনো ভবিষ্যৎ ছিল না। নতুন এই প্রেমিকের মধ্যে প্রিয়াঙ্কা সেই সব গুণাবলী খুঁজে পেয়েছেন, যা তিনি একজন পুরুষের মধ্যে খোঁজেন। তাকে বলা যায় শাহিদ কাপুর এবং জেরাল্ড বাটলারের সংমিশ্রণ।’
তিনি জানিয়েছেন, ‘প্রিয়াঙ্কার এখন আমেরিকায় থাকতে ভালই লাগে, সেখানে তিনি তার নতুন প্রেমিকের সঙ্গে সময় কাটা ‘।
এদিকে ফিল্মফেয়ার ম্যাগাজিনের নতুন ইস্যুতে প্রিয়াঙ্কা খোলাখুলিভাবেই বলেছেন, তিনি সম্পর্কে জড়িয়েছেন।
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন