শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ০৩:৪৪:০৪

মাহিয়া মাহি পুলিশের সম্মানহানি করেছেন: পুলিশ কমিশনার

মাহিয়া মাহি পুলিশের সম্মানহানি করেছেন: পুলিশ কমিশনার

বিনোদন ডেস্ক : সুনির্দিষ্ট অভিযোগ ও মামলায় চিত্রনায়িকা নায়িকা মাহিয়া মাহি গ্রেফতার করা হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সংবাদ সম্মেলনে এ কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে বিষোদগার করেছেন। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই পুলিশের বিরুদ্ধে অপপ্রচার করে সম্মানহানি করেছেন। দুই পক্ষের জমি নিয়ে যেখানে বিবাদ সেখানে পুলিশকে তৃতীয় পক্ষ হিসেবে জড়িয়ে আপত্তিকর বক্তব্য ফেসবুকে প্রচার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে মাহিয়া মাহিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মারধর, ভাঙচুর, চাঁদাবাজিসহ ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। অন্য মামলাটি করেন স্থানীয় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি।

চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বামী রকিব সরকারের সঙ্গে সম্প্রতি সৌদি আরবে ওমরা হজ পালন করতে যান। সেখান থেকে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন। ফেসবুক লাইভে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ তোলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে

aditimistry hot pornblogdir sunny leone ki blue film
indian nude videos hardcore-sex-videos s
sexy sunny farmhub hot and sexy movie
sword world rpg okhentai oh komarino
thick milf chaturb cum memes