রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ০৭:৩১:০৮

থানায় শাকিব খান, আদালতে যাবেন আজ

থানায় শাকিব খান, আদালতে যাবেন আজ

বিনোদন ডেস্ক : আলোচিত চিত্রনায়ক শাকিব খান রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন রহমত উল্লাহ নামে কথিত এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে। তবে তার মামলা নেয়নি গুলশান থানা পুলিশ। তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন তারা। 

গতকাল শনিবার মধ্যরাতে শাকিব খান গুলশান থানায় গিয়ে প্রায় দেড় ঘণ্টার মতো অবস্থান করেন। ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর থানার বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নে জবাব দেন ও কথা বলেন তিনি। 

শাকিব খান সাংবাদিকদের বলেন, আমাকে থানা থেকে আদালতে গিয়ে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক বলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কি না আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। 

উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন তিনি। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে আমি আইনি পদক্ষেপ নিতে গুলশান থানায় আসি। আমি এখানকার (গুলশান থানা) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। 

তাই আমি আগামীকাল (আজ) আদালতে মামলা করতে যাব।  সম্প্রতি শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ এনে শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কয়েকটি সমিতিতে লিখিত অভিযোগ জমা দেন ‘অপারেশন অগ্নিপথ’ ছবির অন্যতম প্রযোজক রহমত উল্লাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে