বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৬:০৪:৪৩

জার্মান সিনেমার নকল ‘বাজরাঙ্গি ভাইজান’!

জার্মান সিনেমার নকল ‘বাজরাঙ্গি ভাইজান’!

বিনোদন ডেস্ক : বলিউডে ইতিহাস সৃষ্টি করেছেন গেল বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বাজরাঙ্গি ভাইজান’। সম্প্রতি এবারের ফিল্মফেয়ার আসরের সেরা গল্পের পুরস্কারটিও ঘরে তুলেছে এই চলচ্চিত্র। তবে অালোচিত এ ছবিটির গল্পও নাকি নকল! সম্প্রতি এমনটাই প্রকাশ পেয়েছে বলিউডের একটি গসিপ ওয়েবে।

জানা গেছে, ১৯৭৪ সালে জার্মান পরিচালক উইম ওয়েন্ডার্সের সিনেমা ‘অ্যালিস ইন দ্য সিটিস’ শিরোনামের চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। আর এই সিনেমাটির গল্পের সঙ্গে কবির খান পরিচালিত ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার গল্পে যথেষ্ট মিল পাওয়া গেছে।

‘অ্যালিস ইন দ্য সিটিস’ সিনেমায় দেখানো হয় এক লেখককে পরিস্থিতির শিকার হয়ে একটি বাচ্চা মেয়ের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। মেয়েটিকে যেভাবেই হোক নিরাপদে পৌঁছে দিতে হবে তার দাদির কাছে।

এদিকে ‘বাজরাঙ্গি ভাইজান’ মূলত ভারত-পাকিস্তানের পটভূমিতে নির্মিত হলেও এর গল্প কিন্তু অনেকটাই এরকম। এমন দাবীই করা হচ্ছে গসিপ ওয়েব সাইটের পক্ষ থেকে।

শুধু তাই নয়,  ১৯৮৭ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘পাসিভাদি প্রানাম’-এর সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায় সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির গল্পের।

গত বছর জুলাইয়ে মুক্তি পায় ‘বাজরাঙ্গি ভাইজান’। সালমান ছাড়াও এতে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান, নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হারশালি মালহোত্রা।
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে