বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৬:২৪:৩৭

সংকটাপন্ন দিতির পাশে ববিতা

সংকটাপন্ন দিতির পাশে ববিতা

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই অসুস্থ হয়ে শয্যাশায়ী অাছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতি। সম্প্রতি ভারতে চিকিৎসাধীন অবস্থায় তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। বর্তমানে এই অভিনেত্রীর অবস্থা সংকটাপন্ন।

এদিকে সংকটাপন্ন দিতেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দেখতে ছুটে গিয়েছিলেন তারই সহকর্মী আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন অভিনেত্রী ববিতা। সেখানে অনেকটা সময়জুড়েই দিতির পাশে সময় কাটিয়েছেন ববিতা।

ববিতা জানান, দিতি যে আমাকে কতটা ভালবাসত তা আমি বলে বোঝাতে পারব না। এখন ওর শারীরিক অবস্থা দেখে সত্যিই অনেক খারাপ লেগেছে। দিতিকে যে অবস্থায় বিদেশ থেকে নিয়ে আসা হয়েছিল, এখনও  সেভাবেই আছেন। এখন আবার নতুন করে আশংকার একটি বিষয় যোগ হয়েছে মাঝে মাঝে অসংলগ্ন কথা বলছেন।
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে