বিনোদন ডেস্ক : কন্ঠ শিল্পী শাকিরা বিশ্বজোড়া জনপ্রিয়তা পায় ‘ওয়াকা ওয়াকা’ গানটির মাধ্যমে। ২০১০ সালে ফিফা ফুটবল বিশ্বপাপের থাম সং ছিল এই গানটি। এরপর এনরিক ইগলেসিয়াস, মার্ক রনসনের সঙ্গে গলা মিলিয়েছেন শাকিরা। তবে এবার শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটি ইউটিউবে তুমুল হিট। ৩৮ বছরের কলম্বিয়ান এ গায়িকার যেন ‘ওয়াকা ওয়াকা’ ঝড় তুলেছে ইউটিউবে। এই গানটির ভিডিও এরমধ্যেই দেখেছেন একশ কোটিরও বেশি মানুষ।
এই গানের শ্যুটিংয়ের সময়েই স্পেনের ফুটবলার পিকে-র সঙ্গে দেখা হয় শাকিরার। প্রথম দর্শনেই তাদের মাঝে প্রেমর সম্পর্ক তৈরি হয়। আর সেই শাকিরা-পিকেই এখন দুই সন্তানের বাবা-মা। ফলে ‘ওয়াকা ওয়াকা’ শাকিরার কাছে বরাবরই একটু বেশিই স্পেশাল ছিল।
উল্লেখ্য, ২০১০ সালে ফিফা ফুটবল বিশ্বকাপের থিম সং হিসেবে ছিল শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটি। আর তৃতীয় লাতিন আমেরিকান শিল্পী হিসেবে এই রেকর্ড ছুঁলেন শাকিরা। এর আগে ব্রুনো মার্স এবং এনরিক ইগলেসিয়াস এই রেকর্ড ছুঁয়ে ছিলেন।
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই