বিনোদন ডেস্ক : তিনি যে নারী স্বাধীনতায় বিশ্বাসী, তা এর আগে বহুবার উঠে এসেছে ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর প্রিয়াঙ্কা চোপড়ার কথায় বার্তায়। তবে, এবার তার মন্তব্য অনেক বেশি বলিষ্ঠ, ও একইসঙ্গে তাত্পর্যবহ। বলিউডের পিগি চপস বলেছেন, একমাত্র সন্তান জন্মদেয়া ছাড়া তার জীবনে কোনও পুরুষ মানুষের প্রয়োজন নেই।
ফিল্মফেয়ার ম্যাগাজিনের এক সাক্ষাত্কারে সাংবাদিক এই কোয়ান্টিকো গার্লকে জিজ্ঞেস করেছিলেন, তার আঙুলের নতুন হিরের আংটিটি কোনও হ্যান্ডসামের উপহার কি না। মুহূর্তে জবাব। প্রিয়াঙ্কা বললেন, 'আমি আমার এই হিরের আংটিটি নিজেই কিনি। শুধু হিরে দেখেই বোঝা যাবে না, আমার জীবনে কোনো পুরুষ মানুষ এসেছে। যখন আমি প্রেমে পড়ব, শুধু তখনই আমার জীবনে কোনো পুরুষ আসবে। একমাত্র সন্তান জন্মদেয়া ছাড়া আর কোনো কারণে আমার কোনো পুরুষের প্রয়োজন নেই।'
এই জবাব পেয়ে ফ্যাশন স্টার প্রিয়াঙ্কা তার জীবনে সিঙ্গেল থাকতে আগ্রহী কি না? তা জিজ্ঞেস করা হয়েছিল। প্রিয়াঙ্কার জবাব, 'মোটেই না। আমি সব সময় সন্তান চেয়েছি। অনেক অনেক সন্তান। সেজন্যই আমি বিয়ে করতে চাই। বিয়ে না করে একটি শিশুকে এই পৃথিবীতে আনাটা কখনওই উচিত হবে না।'
তবে, ব্যক্তিগত জীবন নিয়ে ঘাঁটাঘাঁটিতে যে তার একেবারেই ইচ্ছা নেই, তা ফের স্পষ্ট করে দিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেছেন, 'আসলে আমি এতো প্রচারে আসতে চাইনা। আমার ইচ্ছা, আমার সখ এসব কিছু আমার কাছেই সিমাবদ্ধ থাকুক। এগুলোকে প্রকাশ করে প্রচারে আসার কোনো প্রয়োজন মনে করিনা। বরং সেসব কিছুকে সুরক্ষিত রাখতে চাই।'
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই