বিনোদন ডেস্ক : সবাই অনেকটা ধরনা করে নিয়েছিলেন, রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের ব্রেক-আপ হয়ে যাওয়ার পর দীপিকা পাড়ুকোন ফিরতে পারেন তার সেই পুরনো প্রেমিকের কাছে। হয়তোবা বর্তমান প্রেমিক রণবীর সিংকে মাঝ রাস্তায় ফেলে চলে যাবেন! তবে দীপিকা আর রণবীর সিংয়ের সাম্প্রতিক মনোমালিন্যের বিষয়টি কি সে দিকেই ইঙ্গিত করছে?
বিষয়টা নিয়ে স্বাভাবিক ভাবেই মুখ খুলছেন না দীপিকা বা রণবীরের কেউই! তবে, বলিউডের নয়া গুজব বলছে, সমস্যা একটা শুরু হয়েছে তাদের রসায়নে।
এবং, সমস্যাটা দেখা দিয়েছে দীপিকার পক্ষ থেকেই! রণবীর এই বিষয়ে কিছুই জানেন না।
আসলে, রণবীরের চড়া স্বভাব না কি আজকাল আর মেনে নিতে পারছেন না দীপিকা। রণবীর সব সময়ে জোরে জোরে কথা বলেন, ছেলে বন্ধুদের জড়িয়ে ধরে চিবুকে আদর করেন, পার্টিতে হরহামেশায় জড়িয়ে ধরেন বান্ধবীদের এ সবই না কি ইদানীং দীপিকার কাছে বিরক্তিকর বলে মনে হচ্ছে! এমনকি, সবার সামনেই রণবীর তার প্রতি ভালবাসার কথা প্রকাশ করে বেড়ান, এই বিষয়টিও খুব একটা ভাল ভাবে নিচ্ছেন না দীপিকা!
ফিল্মফেয়ারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই যেমন দীপিকার কাছে ধমক খেয়েছিলেন রণবীর। সবার সামনেই ভালবাসার কথা প্রকাশ করার জন্য। তার পর, পুরো সন্ধা মুখ গোমড়া করে ছিলেন নায়ক। সেরা অভিনেতার পুরস্কার পেয়েও তার মন খারাপ কমেনি!
এখন সবারই প্রশ্ন, তাহলে এবার সম্পর্ক এগোচ্ছে কোন পথে? তবে এ কথা এখন বলাই মুশকিল! কারণ আপাতত, দীপিকা হলিউডের ছবির কাজে বেশির ভাগ সময়ই থাকবেন রণবীরের থেকে দূরে। দেখা যাক, এ দূরত্ব তাদের ভালবাসা ফের ফিরিয়ে আনেতে পারে কি না! নাকি আবার আগের রাস্ততেই ফিরে যেতে হয় দুজনকেই? তবে এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই