বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ১০:০৮:৩৯

ঐশ্বরিয়ার ভাইয়ের বউ হচ্ছেন রিচা চাড্ডা!

ঐশ্বরিয়ার ভাইয়ের বউ হচ্ছেন রিচা চাড্ডা!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ভাইয়ের বউ হতে যাচ্ছেন বলিউডের আরেক অভিনেত্রী রিচা চাড্ডা। আর তার জন্যই পুরোদস্তর এক পাঞ্জাবি মেয়ের সাজে সাজতে দেখা গেছে রিচাকে। কারন তার হবুস্বামী সর্বজিৎ সিংহের পরিবার যে পুরোপুরি পাঞ্জাবি ভাষাতেই কথা বলে, তাই এই ভাষা শিখার জন্য রীতিমতো প্রশিক্ষণ নিয়ে রপ্ত করতেও দেখা গিয়েছে তাকে। তবে একিছু বাস্তবের স্বামীর ঘরে যাওয়ার জন্য নয়! বলিউড সিনেমা ‘সর্বজিৎ’এ ঐশ্বরিয়া রাই বচ্চনের ভাইয়ের ভূমিকায় অভিনয়ের জন্যই।

সর্বজিৎ সিংহের স্ত্রী সুখপ্রীত কৌরের ভূমিকায় রিচা চাড্ডার ‘লুক’ প্রকাশ করল ‘সর্বজিৎ’এর নির্মাতারা। যেখানে পুরোদস্তুর এক পঞ্জাবি মেয়ের সাজে রিচাকে দেখা যাচ্ছে। সর্বজিৎ সিংহ তার স্বামী এবং তার পরিবার পঞ্জাবি উচ্চারণে কথা বলে, তাই রিচাকে অনেক কষ্ট করেই এই ভাষা শিখতে হচ্ছে। ভাষাটাকে আয়ত্তে আনতে পঞ্জাবি ছবিও দেখছেন লাগাতার।

প্রসঙ্গত, সর্বজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘লুক’ আগেই ফাঁস হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ওমঙ্গ কুমার পরিচালিত এই ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুডা। আগামী ১৯ মে ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে