বিনোদন ডেস্ক : ২০০৯ সালে আমির খান অভিনিত এই ছবিটি ব্লকবাস্টার হিট, যা ভেঙে দিয়েছিল বক্স অফিসের পুরনো সব রেকর্ড। অভিনেতা আমির খানের সঙ্গে ছিলেন- আর মাধবন, শর্মন জোশি, বোমন ইরানি এবং কারিনা কাপুরের জীবনের মাইলস্টোনও বলা যেতে পারে এই ছবিকে। হ্যাঁ, কথা হচ্ছে বলিউডে আলোড়ন ফেলে দেওয়া ছবি থ্রি ইডিয়টস নিয়ে।
রাজকুমার হিরানি পরিচালিত সেই সাড়া জাগানো ছবির সিক্যুয়েল হতে চলেছে অদূর ভবিষ্যতে। এমনই ইঙ্গিত দিয়েছেন আমির খান। তার অভিনীত অন্য একটি ছবি রং দে বসন্তীর দশ বছর পূর্তি উপলক্ষ্যে একটি সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে আমির জানান, 'কয়েকদিন আগেই রাজু (রাজকুমার হিরানি)-র সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছেন, একটা দারুণ গল্প পেয়েছে যা থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েলের জন্যে ভাবা যেতেই পারে। তবে এখনই একে ব্রেকিং নিউজ বানিয়ে ফেলবেন না যেন!'
তা আমির সাহেব, সাংবাদ সম্মেলনে এমন একটি কথা বলার পর আপনি কি সত্যিই আশা করেন, এই নিয়ে শোরগোল হবে না?
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই