বিনোদন ডেস্ক : অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী রিজ উইদারস্পুন সম্প্রতি সংসার জীবনের পাঠ চুকিয়ে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই অভিনেত্রী তারকা রিজ উইদারস্পুন ও জিম টথ দম্পতি। ৪৭ বছর বয়সী অভিনেত্রী উইদারস্পুন এবং তার স্বামী টথ ইনস্টাগ্রাম পোস্টে একটি যৌথ বিবৃতিতে বলেছেন- তারা অনেক বিবেচনার পরে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অনেকগুলো দুর্দান্ত বছর একসঙ্গে উপভোগ করেছি। আমরা গভীর ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সময়গুলো পার করেছি। আগামী দিনগুলোতে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো আমাদের ছেলে এবং আমাদের পুরো পরিবার।
তারা যাতে ভালো থাকে, আমরা যে যার জায়গা থেকে সেই চেষ্টাই করব। উইদারস্পুন এবং টথ ২০১১ সালের মার্চে বিয়ে করেছিলেন। ২০১০ সালের ডিসেম্বরে বাগদানের ঘোষণা দেন তারা। এই দম্পতির ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
তার নাম টেনেসি জেমস। এর আগে অভিনেতা রায়ান ফিলিপকে বিয়ে করেছিলেন উইদারস্পুন। এ সংসারে মেয়ে আভা ও ছেলে ডেকন নামের দুটি সন্তান রয়েছে।