বিনোদন ডেস্ক : অবশেষে হল তাহলে! রিহানার নতুন অ্যালবাম ‘অ্যান্টি’র কাজ শেষ হল এতদিনে। ‘অ্যান্টি’ রিহানার অষ্টম স্টুডিও অ্যালবাম। বিভিন্ন কারণে এলবামের কাজ শেষ করতে পারছিলেন না রিহানা। কখনো লিরিক পছন্দ হচ্ছিল না, কখনো সুর আসছিল না। তবে অনেক দেরিতে হলেও এবার ‘অ্যান্টি’র কাজ শেষ হল। ‘আনঅ্যাপোলোজেটিক’ অ্যালব্যামটির পর এটাই তার প্রথম অ্যালবাম।
রাইনস্টোন বসানো ন’হাজার মার্কিন ডলারের হেডফোন কানে দিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রিহানা। ক্যাপশন, ‘অ্যান্টি’ শুনছি’! যদিও অ্যালবামটি ঠিক কবে রিলিজ করছে, সেটা জানা যাচ্ছে না। রিহানা অন্তত সে কথা কাউকেই জানানি। ২০১২ সালে ‘আনঅ্যাপোলোজেটিক’ অ্যালব্যামটির পর এটাই তার প্রথম অ্যালবাম। অপেক্ষা করতে হল অনেকদিন।
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই