সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ০৮:২৬:৩৫

অভিনেত্রীর মরদেহ হোটেল কক্ষে

অভিনেত্রীর মরদেহ হোটেল কক্ষে

বিনোদন ডেস্ক : গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে সহঅভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা জানান ভোজপুরী ছবির অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে। এর এক মাস পার না হতেই রহস্যজনক মৃত্যু হয় অভিনেত্রীর। তাও আবার হোটেল কক্ষে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সম্প্রতি জনপ্রিয় এ অভিনেত্রীর মরদেহ ভারতের আধ্যাত্মিক রাজধানী বারানসির কাছে সারনাথের একটি হোটেলের রুম থেকে উদ্ধার করা হয়।মাত্র ২৫ বছরে বয়সে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুতে বিনোদন জগতে নেমে আসে শোকের ছায়া। ১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম আকাঙ্ক্ষার।

সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন অভিনেত্রী। ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি।

এ ছাড়াও মৃত্যুর চব্বিশ ঘণ্টা আগে নিজের ছবির পোস্টার শেয়ার করেন অভিনেত্রী। তার মাঝেই কীভাবে এই ঘটনা ঘটল সেই রহস্য ঘনীভূত হচ্ছে।  ‘মেরি জং মেরা ফয়সলা’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হয় ভোজপুরী এই অভিনেত্রীর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে