সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ০১:০৮:২৮

অভিনেতা হ্যারি পটার বাবা হচ্ছেন

অভিনেতা হ্যারি পটার বাবা হচ্ছেন

বিনোদন ডেস্ক : প্রতিটি মানুষের সংসারজীবনের পূর্ণতা পায় সন্তান জন্ম হলে। তেমনি একটি খবর সবার নজর কেড়েছে। হ্যারি পটারখ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ বাবা হতে চলেছেন। ড্যানিয়েল র‌্যাডক্লিফ এবং তার দীর্ঘদিনের প্রেমিকা এরিনের জীবনে আসছে নতুন অতিথি।

প্রথমবার বাবা হতে চলেছেন এ অভিনেতা। হিন্দুস্তান টাইমস এ খবর জানায়। ২০১৩ সালে ড্যানিয়েল এবং এরিন ডার্ক একসঙ্গে কিল ইয়োর ডার্লিংস ছবিতে অভিনয় করেছিলেন। সেই থেকেই তাদের সম্পর্কের শুরু। এরপর কেটে গেছে ১০ বছর। একে অন্যের সঙ্গে ভীষণ আনন্দে আছেন তারা।

আর তার মধ্যেই এমন খুশির খবর প্রকাশ্যে এলো। আমেরিকার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল জানিয়েছেন তারা একে অন্যের সঙ্গে ভালো আছেন। তিনি আরও বলেন, 'আমি সত্যিই একটা ভালো জীবন পেয়েছি। আমি আমার প্রেমিকার সঙ্গে গত এক দশক ধরে আছি।'

ড্যানিয়েল র‌্যাডক্লিফ এবং এরিন ডার্কের জীবনে যে নতুন অতিথি আসছে সেকথা নিজেই অভিনেতা গণমাধ্যমকে রোববার জানিয়েছেন। এই সুখবর জানিয়ে অভিনেতার এক ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, ড্যানিয়েল বাবা হচ্ছে জেনে ভীষণই খুশি। ওর আর এরিনের সম্পর্কটা ভীষণ সুন্দর।

আশা করছি ওরা খুব ভালো বাবা মা হবে। সম্প্রতি এই ৩৩ বছরের অভিনেতাকে তার ৩৮ বছরের প্রেমিকার সঙ্গে নিউ ইয়র্কে দেখা গেছে। সেখানেই ধরা পড়ে এরিনের শরীরে ফুটে ওঠা মাতৃত্বের লক্ষণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে