বিনোদন ডেস্ক : বগুড়ায় এমপি ইলেকশন করে নতুন করে বিশাল পরিচিতি পেয়েছেন ইউটিউবার হিরো আলম। হুটহাট বিষয় নিয়ে লাইভে আসেন তিনি। এ সময় তিনি নানামুখী কাজের কথা বলেন। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১০টা ৩০মিনিটে লাইভে আসার ঘোষণা দিয়েছিলেন।
হিরো আলম লাইভে আসার কথা জানিয়ে রাত ৮টার দিকে একটি পোস্ট দেন। এতে তিনি লাইভে আসার কারণ সবিস্তারে বর্ণনা করেন।
পোস্টে হিরো আলম লেখেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা।
গত রোরবার একটি সাক্ষাৎকারে দেশের স্বনামধন্য নাট্যজন শ্রদ্ধেয় মামুনুর রশীদ স্যার আমাকে নিয়ে অনেক কথা বলেছেন। আমি অতিক্ষুদ্র মানুষ। ‘সততা ও সৎসাহসই আমার একমাত্র সম্বল। মামুনুর রশীদ স্যারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই দিন ১০টা ৩০ মিনিটে লাইভে কিছু কথা বলেছি।’
যে কথাগুলোতে কিছুটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। স্ট্যাটাসের শেষে হিরো আলম আরও লেখেন, ‘শাসন করা তাকেই মানায়, আদর করেন যিনি।’