শনিবার, ০১ এপ্রিল, ২০২৩, ০৪:২৬:৪৪

রাশ্মিকা মাতালেন আইপিএলের মঞ্চ

রাশ্মিকা মাতালেন আইপিএলের মঞ্চ

বিনোদন ডেস্ক : ভারতের ‘জাতীয় ক্রাশ’খ্যাত অভিনেত্রী রাশ্মিকা মান্দানা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এবার মঞ্চ মাতালেন। যে গানের সঙ্গে নেচে তিনি ভক্তদের মুগ্ধ করেছেন সে গানটি সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। গানটি অস্কারের মঞ্চে ঝড় তুলেছিল। জিতে নিয়েছিল চলচ্চিত্র দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার।

ধরতে পেরেছেন ঠিকই, ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গান জিতে নিয়েছিল অস্কার। এবার আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতিয়ে দিল সেই ‘নাটু নাটু’ গান। অস্কারজয়ী গানের ছন্দে নাচলেন অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। উদ্বেলিত হয়ে উঠল আহমেদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামের জনতা।

তবে রাশ্মিকা শুধু ‘নাটু নাটু’তেই থামেননি। নিজের অভিনীত সুপারহিট ‘পুষ্পা’ সিনেমার স্বামী, শ্রীবল্লি গানেও নাচলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন তামান্না ভাটিয়াও। তিনি নাচলেন ‘জয় প্রিয়’ ও ‘টম টম’ গানে।

তিন বছর পর আইপিএল ফিরছে পুরনো ফর্ম্যাটে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে দশ দল। করোনা আতঙ্কে যে পদ্ধতি স্থগিত রাখতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে করোনার অভিশাপ কাটিয়ে ফের আইপিএল যেন নতুন করে প্রাণ পেল।

আর সেই মুহূর্ত চিরস্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টার কমতি রাখেনি। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি হয়ে হাজির হলেন অরিজিৎ সিং। আর বাঙালি গায়কের সুরে উদ্বেলিত হলো আহমেদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে