রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ০৩:৪৯:৩৯

গাড়ি দুর্ঘটনার কবলে একসঙ্গে অন্তঃসত্ত্বা আরমানের ২ স্ত্রী!

গাড়ি দুর্ঘটনার কবলে একসঙ্গে অন্তঃসত্ত্বা আরমানের ২ স্ত্রী!

বিনোদন ডেস্ক : শুনতেই যেন অবাক লাগে, একসঙ্গে দুই স্ত্রী অন্তঃসত্ত্বা। বিষয়টি নিয়ে এমনিতেই নিত্যচর্চায় থাকেন ভারতের জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। এবার অনাগত সন্তানদের জন্য শপিং করতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হলেন আরমানের দুই স্ত্রী। খবরটি নিজেদের ব্লগে শেয়ার করেছেন তারা।

প্রথম স্ত্রীর সঙ্গে দাম্পত্যে থাকাকালেই দ্বিতীয় বিয়ে করেন আরমান মালিক। এ ঘটনায় প্রথম স্ত্রী বিন্দুমাত্র চটে যাননি। বরং সবাইকে চমকে দিয়ে সতিনকে বরণ করে ঘরে তোলেন। এই ঘটনা অবশ্য অনেকেরই হজম হয়নি।

আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। এরপরই খুদে অতিথিদের স্বাগত জানাবেন আরমান এবং তার স্ত্রীরা। সব মিলিয়ে এখন তাদের পরিবারে খুশির দ্বিগুণ হাওয়া বইছে। এর মাঝে কীভাবে ঘটল এ গাড়ি দুর্ঘটনা?

জানা গেছে, পরিবারের নতুন সদস্যদের জন্য শপিং করতে গিয়েছিলেন আরমানের দুই স্ত্রী কৃতিকা ও পায়েল। ফেরার সময় বাসের সঙ্গে তাদের গাড়ির সজোরে ধাক্কা লাগে। ঘটনায় গাড়িটির সামনের অংশ ভেঙে যায়। তবে স্বস্তির খবর হলো, দুর্ঘটনায় আহত হননি আরমানের অন্তঃসত্ত্বা দুই স্ত্রী।

এ মুহূর্তে তারা ও তাদের সন্তান সকলেই ভালো রয়েছেন বলে জানিয়েছেন কৃতিকা ও পায়েল। দুর্ঘটনার রেশ ভুলে আপাতত খুশিতেই দিনযাপন করছেন দুজনে। সব মিলিয়ে বড় পরিবার নিয়ে বেশ সুখী আরমান মালিক।

প্রসঙ্গত, আরমান মালিকের দুই স্ত্রী একসঙ্গে অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আসতেই চরম ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। তবে সেসব এখন অতীত। দুই স্ত্রী আর তাদের সন্তানের আগমনের খুশিতে বেশ উৎফুল্ল ইউটিউবার আরমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে