রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১০:১১:২২

একঝাঁক চমকে কে হচ্ছেন আইডল?

একঝাঁক চমকে কে হচ্ছেন আইডল?

বিনোদন ডেস্ক : আমাদের দেশে চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী, ক্ষুদে গানরাজসহ কত অনুষ্ঠানই প্রচার হয়। অবশেষে হাজির সেই কাঙ্ক্ষিত দিন।সামনে আসছে ইন্ডিয়ান আইডলের ১২ নম্বর সিজনের বিজয়ীর নাম। সেমি-ফাইনাল পর্বে নো-এলিমিনেশনের সাক্ষী থেকেছে দর্শক।

পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, সন্মুখাপ্রিয়া, নীহাল তাউড়া, মহম্মদ দানিশ এবং সায়লি কাম্বলে-ছয় প্রতিযোগিকেই দেখা যাচ্ছে অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে।  টেলিভিশনের পাশাপাশি সোনি লিভ অ্যাপেও দেখা যাবে ইন্ডিয়ান আইডল ১২-এর গ্র্যান্ড ফিনালে।

ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের শুরুতেই ইন্ডিয়ান আর্মি-কে কুর্নিশ জানালো প্রতিযোগিরা। এদিন একঝাঁক  অতিথি হাজির হচ্ছেন অনুষ্ঠানের মঞ্চে। থাকবেন, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘শেরশাহ’র কাস্ট সিদ্ধার্থ-কিয়ারা জুটি।

পৌঁছাবেন ৯০-এর দশকের ম্যাজিক্যাল গায়ক কুমার শানু, অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে