শুক্রবার, ০৭ এপ্রিল, ২০২৩, ০৩:৪৫:৫৫

যে জিনিসগুলো মোটেও পছন্দ না সালমান খানের

যে জিনিসগুলো মোটেও পছন্দ না সালমান খানের

বিনোদন ডেস্ক : যে জিনিসগুলো মোটেও পছন্দ না সালমান খানের। অ'শ্লী 'লতা, অশ্রা' ব্য শব্দচয়ন, আ'প'ত্তিকর সবকিছু এখনই বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। বুধবার মুম্বাইয়ে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন সালমান। সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে তিনি কখনো নরম, আবার কখনো গরম উত্তর দিয়েছিলেন।

তবে সালমান সরব ওটিটি প্ল্যাটফরমের অ' ন্তঃর' ঙ্গ দৃশ্য, যৌ' ন' তা ও ন' গ্ন' তা'র ঘো'রবিরো'ধী। ওটিটিতে কোনো ধরনের নজ'রদারি না থাকায় যেমন খুশি গল্প বলার স্বাধীনতা থাকে গল্পকারের। সেটার বিরোধিতা করে অভিনেতা বলেন, আমার মনে হয় ওটিটিতে নজ'রদারি থাকা উচিত। অ' শ্লী' লতা, অশ্রা' ব্য শব্দচয়ন, যৌ' ন' তা এখনই বন্ধ হওয়া উচিত।
কিশোর-কিশোরীদের নিয়ে চিন্তিত অভিনেতা।

তার কথায়, এখন ফোনের মাধ্যমে ১৫-১৬ বছরের ছেলেমেয়েরা যে ধরনের কাজ দেখছেন, সেটা একেবারেই অনুচিত। গল্প যত পরিষ্কার হবে, তত বেশি মানুষ দেখবে। অভিনেতার মতে, নিরাপত্তার কারণেও অবিলম্বে এ ধরনের দৃশ্যে কা'টছাঁট আনা উচিত।

এই কিং আরও বলেন, আমরা ভারতে থাকি। এটা আমাদের ভুলে যাওয়া একেবারেই উচিত নয়। সব কিছুর সীমা আছে, তা অতিক্রম করা উচিত নয়। সামনেই ঈদে মুক্তি পেতে চলেছে তার ছবি ‘কিসি ভাই কিসি কা জান’। তার প্রচারে ব্যস্ত। প্রচারে খুব শিগগির কলকাতায় আসবেন অভিনেতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে