বিনোদন ডেস্ক : মাহিন আওলাদ বেশ ক'বছর আগে নিলয় আলমগীর ও হিমিকে নিয়ে ‘কেন আজ’ শিরোনামে একটি মিউজিক ভিডিও বানিয়েছিলেন। গীতিকবি জামাল হোসেনের কথায় গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী বেলাল খান। সিনেমাটিক গল্পের ওই ভিডিওটি সে সময় বেশ প্রশংসিত হয়।
মিউজিক ভিডিওর পর সেই জুটিকে নিয়েই এবার মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের এই নির্মাতা নাটক নির্মাণের যাত্রা শুরু করলেন। যে নাটকের নাম ‘পরান পাখি’। নির্মাণের পাশাপাশি স্যাড রোমান্টিক গল্পের এই নাটকটির গল্পও লিখেছেন মাহিন।
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। নাটকটি নিয়ে নিলয় বলেন, ‘দীর্ঘদিন পর সিরিয়াস একটি গল্পে কাজ করলাম। নাটকে দর্শক আমাকে ভিন্নভাবে পাবে। গতানুগতিকতার বাইরে গিয়ে এই কাজটি করেছি। নাটকটি দর্শকদের হৃদয় ছুয়ে যাবে আমার বিশ্বাস।’
অনেক দিন পর ব্যতিক্রম একটি গল্পে কাজ করতে পরে উচ্ছ্বসিত হিমি। জানালেন, ‘মাহিন ভাইয়ের সাথে আমি এর আগেও একাধিক কাজ করেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। নতুন করে হিমিকে পাবে দর্শক।
নাটকটি নিয়ে পরিচালরেক ভাষ্য, গল্পের ভিন্নতার পাশাপাশি নিলয়-হিমিকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন সেই সাথে অনেকটা সিনেমাটিক ভাবে নির্মাণ করতে চেষ্টা করেছি নাটকটি। আশা করছি দর্শকদের মনের প্রশান্তির পাশাপাশি চোখেরও প্রশান্তি দিবে।
নিলয়-হিমি ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, মাসুম বাশার, আনোয়ার হোসেন, রাসেল পারভেজ, নূর এ কাঞ্চনসহ আরও অনেকে।