বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১২:৪৮:৫৮

প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্যে নিক আবারও মুগ্ধ

প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্যে নিক আবারও মুগ্ধ

বিনোদন ডেস্ক : সম্প্রতি মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। আর প্রিয়াঙ্কা চোপড়া মানেই সৌন্দর্যের সম্ভার। লাল ঠোঁটে লাস্যময়ী হাসি। । বয়স চল্লিশ ছাড়ালেও এখনো রহস্যময়ী সুন্দরী। তাইতো প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্যে আবারও মুদ্ধ হলেন নিক। 

বর্তমানে ইতালিতে সময় কাটাচ্ছেন তারা। প্রিয়াঙ্কার নতুন ছবি সিটাডেল এর প্রমোশন চলছে সেখানে। পরনে সবুজ ফেদার গাউন, স্মকি মেকআপ। প্রিয়াঙ্কা নিজেকে সাজিয়ে তুলেছেন অন্যরকম ভাবে। 

শুধু তাই নয়, রেড কার্পেটে প্যাপসদের সামনেও তাকে টেক্কা দেওয়ার ক্ষমতা নেই অনেকেরই। তাকে লক্ষ্য করলেই বোঝা যায়, মুখে কিছুটা নাটকীয়তা চান প্রিয়াঙ্কা চোপড়া। এই জন্য দেশি গার্ল ব্যবহার করেন উইংকড লাইনার। এটাই তাকে অন্যদের তুলনায় কিছুটা আলাদা করে দেয়। 

কিন্তু প্রিয়াঙ্কার এই রূপে মুগ্ধ স্বামী নিক জোনাস। ৪০ বছর বয়সেও প্রিয়াঙ্কার রূপ, টোনড ফিগারের রহস্য জানতে সদা উৎসুক তার অনুসারীরাও। প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে দেশের অনেক নারীর কাছেই অনুপ্রেরণার আরেক নাম। 

শুধু অনুপ্রেরণা নয়, তার পোশাক, সাজগোজ থেকে মেকআপ, অনুকরণও করেন অনেকেই। বর্তমানে একাধিক হলিউড সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে