মঙ্গলবার, ০২ মে, ২০২৩, ০৫:২৫:৪৫

বড় বিপদে পড়েছেন, ডিবি কার্যালয়ে হিরো আলম

বড় বিপদে পড়েছেন, ডিবি কার্যালয়ে হিরো আলম

বিনোদন ডেস্ক: আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমে ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সেগুলো ফিরে পেতে এবং আইনি সহায়তা নিতে মঙ্গলবার তিনি ডিবি কার্যালয়ে যাবেন বলে জানিয়েছেন।

হিরো আলম বলেন, ‘তিন দিন আগে ‘হিরো আলম’ নামে যে ফেসবুক পেজ ছিল সেটি হ্যাক হয়। সোমবার সন্ধ্যায় আমার ব্যক্তিগত ‘আশরাফুল হোসেন আলম’ নামে আইডিও হ্যাক করা হয়েছে। সেখানে তারা পোস্ট করেছে- কী কারণে তারা আমার আইডি হ্যাক করেছে এবং তারা যে আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করেছে সেটাও স্বীকার করেছে।’

নানা কারণে ভাইরাল এই ব্যক্তি দাবি করেন, ‘একটা চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমার ক্ষতির চেষ্টা করছে। আমাকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু আমি বিশ্বাস করি, আল্লাহপাক কাউকে যদি না মারে, কেউ কাউকে মারতে পারে না।’

তার প্রশ্ন, ‘হিরো আলমের অ্যাকাউন্ট নষ্ট করলেই কী, আর না করলেই কী? হিরো আলমকে পুরো বিশ্বের মানুষ চেনে। তারা আমার অ্যাকাউন্ট নষ্ট করে কী করতে পারবে? আমরা হয়তো একটু হয়রানি হতে হলো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে