বিনোদন ডেস্ক: সম্পতি 'কিসি কা ভাই কিসি কি জান' মুক্তি পেয়েছে সম্পতি। একটি জনপ্রিয় চ্যানেলে তার সাক্ষাৎকার সামনে আসে। সেখানেই নানা বিষয় নিয়ে সালমানের মতামতও সামনে এসেছে ইতিমধ্যেই।
এসবের মধ্যেই আরও একটি বিষয় নিয়ে ওঠে আলোচনা। সালমান এই ছবিতে বিয়ের বিরুদ্ধে দেখা গিয়েছে। যদিও ছবিটি অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নয় বলেই সকলের মত। তবু কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন জেগেছে মানুষের মনে।
ভাইজানের চরিত্রের মতো সালমানও অবিবাহিত। ফরহাদ সামজি পরিচালিত, কিসি কা ভাই কিসি কি জান-এ রাঘব জুয়াল, জেসি গিল এবং সিদ্ধার্থ নিগম সালমানের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন।
ছবিতে, তার ভাইয়েরা তাকে বিয়ে করার জন্য বোঝানোর চেষ্টা করতে থাকে। কারণ, তারা নিজেরাও বিয়ে করে সংসার করতে চায়। অবশেষে, পূজা হেগড়ের সঙ্গে দেখা হওয়ার পর ভাইজান তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন।
ছবির প্রচারের সময়, অভিনেতাকে তার বাস্তব জীবনের ভাই আরবাজ খান এবং সোহেল খানকে বিয়ে করতে রাজি করানো নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। আর তখন সালমানের জবাবে ওঠে হাসির রোল।
দ্য কপিল শর্মা শোতে উপস্থিত হয়ে হোস্ট এবং কৌতুক অভিনেতা কপিল শর্মা সলমানকে রিল এবং বাস্তব জীবনের মধ্যে পার্থক্য নিয়ে জিজ্ঞেস করেছিলেন। কপিল তাকে বলেছিলেন যে সোহেল এবং আরবাজ অভিযোগ করেছে আপনি কখনওই তাদের কথা শোনেননি বিয়ের ব্যাপারে।
পরিবর্তে, সালমান হেসে উত্তর দেন, “ওরাও কখনও আমার কথা শোনেনি। এখন বুঝছে।” আরবাজ এর আগে অভিনেত্রী মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন। তারা ১৯ বছর বিবাহিত জীবনও কাটিয়েছেন এবং ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের।
তাদের ছেলে আরহান মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। আরবাজের মতো, ছোট ভাই সোহেলও ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন। তিনি এবং সীমা সাজদের ২০২২ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই ছেলে নির্ভান এবং ইউহান।