বুধবার, ০৩ মে, ২০২৩, ০৪:৪৭:১২

প্রথম ছবি ব্যর্থ, তবুও স্বপ্নপূরণ করে সুখবর দিলেন শেহনাজ়

প্রথম ছবি ব্যর্থ, তবুও স্বপ্নপূরণ করে সুখবর দিলেন শেহনাজ়

বিনোদন ডেস্ক: গ্ল্যামার জগতে হাতেখড়ি ‘বিগ বস্‌’ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে। ওই অনুষ্ঠানের সৌজন্যেই দর্শকের কাছে নিজের পরিচিতি তৈরি করেছিলেন শেহনাজ় গিল। সদ্য বড় পর্দায় অভিষেক হয়েছে শেহনাজ়ের।

তাও আবার বলিউডের ভাইজানের হাত ধরে। যদিও প্রথম ছবি ব্যর্থ, তবুও স্বপ্নপূরণ করে সুখবর দিলেন শেহনাজ়। ছবির বক্স অফিস রিপোর্টে তেমন আশানরূপ নয়। তবে প্রথম ছবির পরই নিজের স্বপ্নপূরণ করে ফেললেন শেহনাজ়। 

সুখবর নিজেই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি নিজের সমাজমাধ্যমের পাতায় অভিনেত্রী জানান তিনি মুম্বাইতে নিজের বাড়ি কিনেছেন। এই খবর জানাজানি হতেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছে অভিনেত্রীর মন্তব্যবাক্স। 

শেহনাজ়ের নতুন ঠিকানা, তাই নিজের বাড়ির অন্দরসজ্জা থেকে পরিচ্ছন্নতা নিয়ে একটু বেশিই খুঁতখুঁতে অভিনেত্রী। তার বাড়ির স্নানঘর যাতে কোনও ভাবে অপরিষ্কার না হয়ে যায়, সে দিক মাথায় রেখেই আলাদা স্নানঘর করেছেন তিনি। যা অন্য কারও ব্যবহার করার অনুমতি নেই। 

সম্প্রতি শেহনাজ়ের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন সমাজমাধ্যম প্রভাবী ভুবন বাম। তাকে অভিনেত্রীর ভাই জানান, শেহনাজ় নিজের ভাইকে পর্যন্ত তার বাথরুম ব্যবহার করতে দেন না। এখন সে সব দিক ঝালিয়ে নিতেই ব্যস্ত শেহনাজ়।

সদ্য বড় পর্দায় অভিষেক হয়েছে রিয়্যালিটি শো তারকা শেহনাজ় গিলের। রিয়্যালিটি শো থেকে উত্থান তার। নিজের চেষ্টা ও পরিশ্রমের জোরে নিজের জায়গা বানিয়েছেন বিনোদনের জগতে। সালমন খানের ছবিতে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছেন। 

সালমান খানের ছবিতে অভিষেক মানেই যে তিনি বাকিদের তুলনায় দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন, এমনটা মানতেও নারাজ নবাগতা অভিনেত্রী। একাধিক বার সমালোচনার মুখেও পড়তে হয়েছে শেহনাজ়কে। প্রশ্ন উঠেছে তার প্রতিভা ও যোগ্যতা নিয়ে। নিজের কাজের মাধ্যমেই সব প্রশ্নের জবাব দেবেন তিনি, বদ্ধপরিকর শেহনাজ়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে