সীমান্ত প্রধান : দিঘী, সেই ছোট্ট দিঘী! যে কিনা ছোট্ট বয়স থেকেই পেয়েছেন তারকা-খ্যাতি। যার অনুরাগী ভক্তর সংখ্যা একদমই কম নয়। বাংলাদেশের চলচ্চিত্র বা মিডিয়াঙ্গনে দিঘী এখন অসম্ভব রকম জনপ্রিয় একটি নাম।
তবে সেই ছোট্ট দিঘী এখন কিন্তু আর সেই ছোট্টটি নেই। এখন সে অনেক বড়। রূপ-লাবণ্যে আপাদমস্তক একজন তরুণী।
মিডিয়াতে তার এতটা চাহিদা থাকতে ক্যামেরা থেকে কেন তিনি দূরে আছেন! এমনটা ভেবে অনেকেই হতবাক। নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপন-কোনটাতেই নেই তার উপস্থিতি!
দিঘীর মা একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা দোয়েলের মৃত্যুর পর থেকে হঠাৎ করেই ক্যামেরা থেকে দূরে সরে যান দিঘী। যার ফলে দীর্ঘ পাঁচ বছর তার উপস্থিতি একদমই নেই।
দিঘীর বাবা বাংলাদেশের গুণী অভিনেতা সুব্রত চান না এখনই মেয়ে সিনেমা বা নাটকে নিজেকে সম্পৃক্ত করুক। তিনি চান তার মেয়ে পড়াশোনা করে একজন ডাক্তার হোক। তাই কি বাবার এমন চাওয়াতেই দিঘীর এই আড়াল? এর ফলে বেশ কিছু বিজ্ঞাপন ও ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
তবে যা হোক, হঠাৎ করে আবার দিঘী কিন্তু ফিরেছেন ক্যামেরার সামনে। যা দিঘী ভক্তদের জন্য সুখবরই বটে। সম্প্রতি প্রাচুর্য ফ্যাশনের হয়ে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন বাংলাদেশের ঝলঝলে নক্ষত্র দিঘী। এর শুটিং হয়েছে জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ার মার্কেটে।
তবে এ কাজটি নিয়ে তেমন কোন পরিকল্পনা ছিল না। অনেকটা হুট করেই করেছেন দিঘী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘কাজটি হুট করেই হয়েছে। তা ছাড়া এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানিয়া খন্দকারকে আমি মা বলি। তিনি প্রস্তাবটি দিলে আর না করতে পারিনি। তবে বাইরের কোনো কাজ এ মুহূর্তে করছি না। আগে পড়াশোনাটা শেষ করতে চাই।’
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন