রবিবার, ০৭ মে, ২০২৩, ০৫:২৯:৪৯

কারিনার কাছে বৃদ্ধার আর্জি, একবার হাতটা স্পর্শ করতে দাও!

কারিনার কাছে বৃদ্ধার আর্জি, একবার হাতটা স্পর্শ করতে দাও!

বিনোদন ডেস্ক : একটি রেস্তোরাঁর সামনে দাঁড়ায় একটি গাড়ি। এ গাড়ির ড্রাইভিং সিটে বসা সাইফ আলী খান। আর তার পাশের সিটে বসা কারিনা কাপুর খান।

গাড়ি থেকে নেমেই হাঁটতে থাকেন কারিনা। এর মাঝে কারিনার কাছে ছুটে যান এক বৃদ্ধা নারী। কারিনার দিকে হাত বাড়িয়ে বলতে থাকেন— ‘একবার হাত স্পর্শ করতে দাও! একবার হাত স্পর্শ করতে দাও!’ কিন্তু হাত গুটিয়ে রাখেন কারিনা। রেস্তোরাঁর এক লোক তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধাকে সরিয়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। বৃদ্ধাকে স্পর্শ করতে না দেওয়ায় নেটিজেনদের অনেকে বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি। কেউ কেউ বলছেন, ‘বুঝতে পারি না কারিনার মতো তারকারা এমনটা কেন করেন?’ আরেকজন লিখেছেন, ‘একটু হাত মেলাতে কী হতো।

ভেতরে গিয়ে না হয় হাত ধুয়ে নিতেন।’ আবার অনেকে বলছেন, ‘শুধু কারিনা কেন, কোনো নারী-ই এভাবে স্পর্শ করতে দেবেন না।’ একজন লিখেছেন, ‘বৃদ্ধাকে দেখে ভয় পেয়েছেন কারিনা। এদেরকে বিশ্বাস করতে নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে