রবিবার, ০৭ মে, ২০২৩, ০৭:৪৫:১২

হিন্দি সিনেমাই আমগো পোলাপাইনরে নষ্ট করতাছে : ডিপজল

হিন্দি সিনেমাই আমগো পোলাপাইনরে নষ্ট করতাছে : ডিপজল

বিনোদন ডেস্ক: ‘হিন্দি সিনেমা মানুষ দেখবে না, সিনেমায় অগো মানুষ ভালো কাপড়চুপড় পরে না। সিনেমায় অরা ঠিকঠাক কাপড়চুপড় পরে না। ওইসব আমগো সংস্কৃতি না। তাই আমি মনে করি বাংলাদ্যাশে হিন্দি সিনেমা টিকব না।’

আগামী শুক্রবার থেকে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। এই সিনেমা মুক্তির বিষয়ে এক প্রতিক্রিয়ায় রবিবার বিকেলে জাতীয় এক দৈনিকের সঙ্গে আলাপকালে এমনই অভিমত দিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

বাংলাদেশের অনেক মানুষ টেলিভিশনের কল্যাণে হিন্দি সিনেমা দেখে, তারা তো এবার হলে গিয়ে ‘পাঠান’ দেখবে, তা না? এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘টেলিভিশনের হিন্দি সিনেমাই আমগো পোলাপাইনরে নষ্ট করতাছে। হিন্দি সিনেমায় য্যামনে কাপড়চুপড় পরে অমনে আমগো দ্যাশে কাপড়চুপড় পরে না। অনেক পোলাপাইনরে আগেই নষ্ট করছে, এহন সিনেমা আমদানি কইরা নষ্ট করতাছে।’

ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা বলেন, ‘তয় আমি মনে করি বাংলাদেশের মানুষ হিন্দি সিনেমারে এভোড করব। আর আমার মনে হয় আমগো প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টা যায় নাই। উনি জানলে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি হইতে দিব না। বাংলাদেশে এই ভাষার লিগা অনেক মানুষ শহীদ হইছে আর আইজ বিদেশি ভাষার ছবি এই দ্যাশে আইতাছে, এইটা মাইনা নেওন যায় না।’

বাংলাদেশের সিনেমার সম্ভাবনা নিয়ে এই অভিনেতা বলেন, ‘আমগো দ্যাশে বাংলা ছবি আসুক। আমগো ছবি যাউক। এতে আমগো আপত্তি নাই। এই যে ঈদে আটটা ছবি মুক্তি পাইল, এই সব ছবির টাকা উঠব ক্যামনে? আবার কুরবানি ঈদে ছবি মুক্তি পাইব। এইভাবে হিন্দি ছবি ঢুকলে সমস্যা। সামনে বাংলাদেশের ভালো ভালো ছবি হইতাছে, হিন্দি ছবি আইলে সমস্যা।’

এদিকে অনেক জল ঘোলার পর অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। বিশ্বব্যাপী আলোড়ন তোলা সুপারস্টার শাহরুখ খান অভিনীত এ ছবিটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই শুক্রবার (১২ মে) বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে কোনো বাধা নেই।

দেশের ছবি দিয়ে চাহিদা পূরণ করতে না পারায় সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল এ দেশে হিন্দি ছবি আসুক। ‘পাঠান’ মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হচ্ছে। দর্শকদের হলমুখী করতে ইতিমধ্যে সিঙ্গেল স্ক্রিনগুলোও ‘পাঠান’ চালাতে আগ্রহী হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে