রবিবার, ১৪ মে, ২০২৩, ০৯:৩৬:৩৪

এবার বুবলীর কাছে যে প্রমাণ চাইলেন শাকিব খান

এবার বুবলীর কাছে যে প্রমাণ চাইলেন শাকিব খান

বিনোদন ডেস্ক : ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তান শেহজাদের জন্ম হয়েছে। এখন তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। বুবলীর সঙ্গে তার ডিভোর্স হয়েছে কিনা সেই বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বুবলী প্রমাণ করুক সে আমার স্ত্রী।’ 

বুবলীর অভিযোগ বিয়ের কথা গোপন করে আপনি তার সঙ্গে সম্পর্ক করেছেন- এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, তার (বুবলী) এ অভিযোগ একদম মিথ্যা। সবাই জানে আমার ও অপুর বিয়ের কথা, অথচ সে জানে না- এটি চরম মিথ্যা ছাড়া আর কী হতে পারে। 

এ নিয়ে তখন তো অপু তাকে গালাগালও করেছে। একজন লোকের বিয়ে করা বউ থাকার পরও কী সে আরেকটি বিয়ে করতে পারে। বুবলী তো নিজের স্বার্থ হাসিলের জন্য আমাকে শুধু সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে। 

এখনো সে নিজেকে আমার স্ত্রী পরিচয় দিয়ে নিজের স্বার্থ উদ্ধারের অপচেষ্টাই চালিয়ে যাচ্ছে। আবারো বলছি- প্রমাণ করে দিক সে আমার স্ত্রী। বুবলী এখন আমার স্ত্রী নয়, এ কথা আমি আর কতবার বলব। তিনি আরও বলেন, সেটা সে-ই বলুক, সে যখন এখনো নিজেকে আমার স্ত্রী দাবি করছে, তাহলে সে-ই প্রমাণ করে দিক বিষয়টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে