সোমবার, ১৫ মে, ২০২৩, ১০:৫৪:২৯

নিজেকে নিয়ে এবার যে দাবি করলেন বুবলী!

নিজেকে নিয়ে এবার যে দাবি করলেন বুবলী!

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব ও চিত্রনায়িকা বুবলীর সর্ম্পকের টানাপোড়েনের কথা সবারই জানা। চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর দ্বন্দ্ব যেন শেষ হবার নয়। আজ শাকিব এক কথা বলছেন তো আরেক দিন বুবলী বলছেন অন্য কথা।

কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বুবলী বলে আসছিলেন শাকিবের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আছে। বুবলীর কথা মিথ্যা প্রমাণ করে বিষয়টি পরিষ্কার করেছেন শাকিব। বুবলীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তার বিলাসী জীবনে টাকার উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

এর জবাবে নিজেকে নিয়ে কিছু দাবি করে বুবলী বলেন, ‘আমি অনেক বছর ফিল্মে কাজ করি, তার আগে নিউজ প্রেজেন্টার ছিলাম। কেউ কখনো আমাকে নিয়ে বাজে রিউমার পায়নি। কোথাও কোনো আড্ডাতেও আমাকে দেখে না। কারণ আমি ওভাবেই আমার জীবন ধারণ করি। তাছাড়া সবাই এটা খুব ভালোভাবেই জানেন। না হলে আপনারা এত বছর তো আমাকে দেখছেন, জানেন, কখনো তো এমন কিছু পাননি বা লিখলেন না কারণ আমার বেসিকটা কখনোই উগ্র ধরনের জীবনযাপনের নয়। ’বুবলীর বিরুদ্ধে ইমোশনালি ব্ল্যাকমেল করারও অভিযোগ করেছিলেন শাকিব খান। 

এর জবাবে বুবলী বলেন, ‘তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে এটা তার খুব পছন্দের শব্দ মনে হয়। তার জীবনের অনেক ক্ষেত্রে তিনি এটা খুব ব্যবহার করেন যেটা দিয়ে উনি কী বোঝান সেটা উনি নিজেই হয়তো জানেন। নাহলে তার মতো ম্যাচিউর একজন মানুষকে কীভাবে কেউ ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে!’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে