বিনোদন ডেস্ক: ইসলামকে কটাক্ষ করেছিলেন চিত্রনায়ক ফারুক, এমনই একটি কথা সোমবার সকালে নায়কের মৃত্যুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কিন্তু আসলেই কি ফারুক এমন কথা বলেছিলেন?
পরবর্তীতে এই তথ্যের খোঁজ করা হয়। বোঝা যায় একটি মিম থেকে বাক্যটি ছড়ায়। কিন্তু কোথায় এর সঠিক সূত্র খুঁজে পাওয়া যায় না। আরো জানা যায়, তিনি নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন।
তবে ফারুককে ধর্মবিরোধী বানানোর চেষ্টা করা হয়েছিল ২০১৮ সালে। ওই বছরের নভেম্বরে আকবর হোসেন পাঠান ফারুক রাজধানীর এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।
জানিয়েছিলেন তার পরিবারের সকলেই হাজি। তিনি একটি মসজিদের মোতওয়াল্লি। ইসলামবিরোধী কোনো কথাও তিনি বলেননি, রাব্বুল আল আমিন সাক্ষী।