শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৪:১৩:৫৭

একি বললেন হৃত্বিক! নারী নয়, পুরুষের সঙ্গে তার প্রেম

একি বললেন হৃত্বিক! নারী নয়, পুরুষের সঙ্গে তার প্রেম

বিনোদন ডেস্ক : বলিউডের কৃষখ্যাত অভিনেতা হৃত্বিক রোশনের সাথে তার স্ত্রী সুজানের সম্পর্ক ভেঙেছে অনেকদিন হয়। তবে তাদের এতদিনের এই সম্পর্ক কেন ভাঙল?

কেউ বলছেন হৃত্বিকের বন্ধু অর্জুন রামপালের সাথে সুজানের প্রেম অতঃপর হৃত্বিকের ঘর ছেড়েছেন তিনি। কিন্তু এ গুঞ্জন সত্যি না মিথ্যে? সে দিকে এখন আর কেউ দৌড়াচ্ছেন না। এখন একটাই আলোচনা শুরু হয়েছে হৃত্বিকের সংসার ভাঙার জন্য হৃত্বিক নিজেই দায়ী!

সম্প্রতি বোমা ফাঁটানোর মতই চাঞ্চল্যকর তথ্য নিজেই প্রকাশ করেছেন হৃত্বিক। তিনি দাবী করেছেন, নারী নয়, পুরুষের সঙ্গে হৃত্বিকের প্রেমের সম্পর্ক ছিল! হৃত্বিক রোশন সাম্প্রতিক টুইট করে অন্তত তেমনটাই বলছে।

ট্যুইটে হৃত্বিক নিজেই লিখেছেন, খ্রিস্টান ধর্মগুরু পোপের সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকতেও পারে!

এদিকে হৃত্বিকের এমন ট্যুইট নিয়ে বলিউড এখন সরগরম। অনেকেই হৃত্বিকের দাবীর প্রেক্ষিতে ছিঃ ছিঃ ছিঃ ধ্বনি তুলছেন। আর কেউ বলছেন, তাদের সংসার ভাঙার মুল কারণই তবে পুরুষের সাথে হৃত্বিকের প্রেম।

এদিকে বলিউড কুইনখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হৃতিককে নিজের 'এক্স' বলে জানিয়েছেন! শুধু তাই নয়, কঙ্গনা দাবী করেছেন আশিকী থ্রি ছবি থেকে হৃত্বিকই প্রভাব খাটিয়ে তাকে বাদ দিয়েছেন।

তবে নিন্দুকেরা বলছেন, সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই না কি হৃত্বিক নিজ দায়িত্বে তার প্রাক্তন প্রেমিকাকে আগামী ছবি থেকে বাদ দিয়েছেন।

তা ছাড়া, এ আর নতুন কী, সুজানের সঙ্গে বিচ্ছেদের সময় হৃত্বিকের প্রেমিকাদের লিস্টে যে কয়টি নাম বারবার উঠে এসেছিল, তাদের মধ্যে কঙ্গনা অন্যতম!

যদিও এই ঘটনায় বেজায় চটেছেন হৃত্বিক! আর তাই তিনি ট্যুইট করেছেন সেই সব নিন্দুকদের উদ্দেশে।

ট্যুইটে ব্যঙ্গ করে তিনি লিখেছেন, ‘মিডিয়া যে সব সুন্দরীদের সঙ্গে আমার নাম জড়াচ্ছে, তাদের চেয়ে পোপের সঙ্গে আমার সম্পর্ক থাকার সম্ভাবনা বেশি!’

এদিকে হৃত্বিক-কঙ্গনার এই কোন্দলে আখেরে লাভ হল অনিল-কন্যা সোনমের। 'আশিকি ৩'-এ হৃত্বিকের বিপরীতে তাকেই দেখা যাবে৷
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে