শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৮:৪৭

বলিউড ড্রিমগার্লের বিরুদ্ধের জমি দখলের অভিযোগ!

বলিউড ড্রিমগার্লের বিরুদ্ধের জমি দখলের অভিযোগ!

বিনোদন ডেস্ক : এবার জমি কেলেংকারিতে ফেঁসে গেলেন বলিউড ড্রিমগার্ল হেমা মালিনী। তার বিরুদ্ধে জমি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন আরটিআই অ্যাক্টিভিস্ট অনিল গলগলি।

তার দাবী, নাচের স্কুল করবেন বলে জমি চেয়েছিলেন মথুরার সাংসদ হেমা মালিনী। তার জন্য মহারাষ্ট্র সরকার তাকে মুম্বাইয়ের অভিজাত আন্ধেরি এলাকায় মাত্র ৭০,০০০ টাকায় ২,০০০ বর্গমিটার জমি দিয়েছে বলে অভিযোগ করেছেন গলগলি।

তিনি জানান, ‘শিল্পকলা অ্যাকাডেমি খোলার জন্য জমি নিতে হলে ১৯৭৬ সালে ওই পরিমাণ জমি ৭০,০০০ টাকায় দেওয়া হতো। অথচ মাত্র এক মাস আগে হেমা মালিনী এই জমি পান। আজকের নিরিখে হিসেব করলে যার দাম দাঁড়ায় ৫০ কোটি টাকা।’

১৯৯৭ সালে নাচের স্কুল খোলার জন্য তাকে প্রথম জমি দেয় শিব সেনা-বিজেপি সরকার। কিন্তু কোস্টাল রেগুলেশন জোন-এর কারণে সেখানে নাচের স্কুল খুলতে বাধা পান তিনি।

২০১০ সালে মহারাষ্ট্র সরকার তাকে নতুন জমি দিতে নির্দেশ দেয়। কিন্তু নতুন জমি পাওয়ার পরও হেমা মালিনী পুরনো জমি ফিরিয়ে দেননি বলেও অভিযোগ তুলেছেন গলগলি।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে