বিনোদন ডেস্ক: যমজ সন্তান হারিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৩ মে) ইরফান সাজ্জাদ তার ফেসবুকে কবরের সামনে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তাদের নাম রেখেছিলাম প্রিয়া আর মায়া। তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল…!’
এ প্রসঙ্গে ইরফান গণমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রী শারমিন সাজ্জাদ দেড় বছর ধরে অসুস্থ। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা চলছিল। এর মধ্যে জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। এ কারণে আমি দেড় বছর সেভাবে কাজ করিনি। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেছি সব সময়।’
তিনি আরও বলেন, আরও বলেন, ‘গত (৫ মে) দুপুরে চেন্নাই থেকে ঢাকার ফ্লাইটের টিকিট কনফার্ম করা ছিল। কিন্তু হঠাৎ সেদিন সকালে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বড় সার্জারি হয় তার। কিন্তু চিকিৎসক আমাদের ছয় মাসের অনাগত সন্তানকে আর পৃথিবীর আলো দেখাতে পারেননি। আমার স্ত্রীর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সেই মুহূর্তে চিকিৎসকের হাতে কোনো উপায় ছিল না আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর।’
সবশেষে ইরফান বলেন, ‘বর্তমানে আমার স্ত্রী অসুস্থ রয়েছে। সন্তান কী সেটা উপলব্ধি করছি, এই ফিলিং আসলেই ভাষায় প্রকাশ করার মতো মানসিক অবস্থা নেই। দোয়া করবেন যেন সুস্থ স্ত্রীকে নিয়ে দেশে ফিরতে পারি শিগগিরই।’