শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৭:৫০:১৬

আসিফ-ন্যান্সির ‘ঝগড়া’

আসিফ-ন্যান্সির ‘ঝগড়া’

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর আরেক কণ্ঠশিল্পী ন্যান্সির সাথে একটি ডুয়েট এ্যালবাম করেছেন। এই প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার আসিফের ফেসবুক ভেরিফাইড ফ্যানপেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ কথা প্রকাশ করেছেন। আসিফ অাকবরের দেয়া সেই স্ট্যাটাসটি এমটিনিউজ২৪-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো

‘পৃথিবীর চমৎকার এবং সুন্দরতম সম্পর্কগুলোর একটি বাবা-মেয়ের সম্পর্ক

ন্যান্সির সাথে আসিফ আকবরের একমাত্র ডুয়েট এ্যালবাম ''ঝগড়ার গান'' এই ছবি এ্যালবামটির ''আয় খুকু আয়'' গানের মিউজিক ভিডিওর শূটিং থেকে নেয়া। ভিডিওটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।

''দি ফাদার'' ছবিতে এই গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার। পরিচালক ছিলেন শ্রদ্ধেয় কাজী হায়াত।’
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে