শনিবার, ২৭ মে, ২০২৩, ০৮:২৭:২৭

জানেন, শাহরুখ-গৌরী কোন সন্তানকে বেশি আদর করেন?

জানেন, শাহরুখ-গৌরী কোন সন্তানকে বেশি আদর করেন?

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের ১০ বছর পূর্ণ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিং খানের মতো আব্রামও বেশ জনপ্রিয়। 

শাহরুখ  খান ও তার স্ত্রী গৌরী বড় দুই সন্তানের চেয়ে ছোট ছেলেকেই বেশি আদর করেন। ছেলের জন্মদিনে এক সাক্ষাৎকারে কিং খান বলেন, আমি খুব খুশি যে আব্রামকে পেয়েছি। কিন্তু সত্যি বলি, আমি চাই ও একদম অন্যভাবে বড় হয়ে উঠুক। ও খুব মিষ্টি। তারপরও ওর নানি বলেছে, সে নাকি ভুলভাল কিছু করেছে, আমি ওকে কীভাবে বোঝালাম জানেন?

বলিউড সুপারস্টার বলেন, আব্রাম আমাকে একদিন জিজ্ঞেস করল, আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি! আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, বললাম, ঠিক আছে। তখন সে বলল, মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করতে পারি না। তখন আমার মনে হয়েছে ও মেয়েদের সঙ্গে খারাপ কিছু করেছে। তখন আমি ওকে বলি একটু,আধটু করতেই পারো,তবে সিরিয়াস কিছু করা যাবে না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে