বিনোদন ডেস্ক: কবে বিয়ে করবেন সালমান খান? এই একটি প্রশ্ন নিয়মিত ঘুরে বেড়ায় সালমান ভক্তদের মুখে মুখে। ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যাচেলর তিনি। বয়স ৫০ পেরিয়ে গেলেও এখনো রয়েছেন একই ছন্দে। বরাবরই সুপারহিট ভাইজান।
জীবনে একাধিকবার প্রেম এলেও বিয়ে পর্যন্ত গড়ায়নি আর। প্রস্তাবও কম পাননি জীবনে। তবে এবার সুদূর আমেরিকা থেকে আসা এক যুবতির বিয়ের প্রস্তাব পেলেন প্রকাশ্যেই। আর বিয়ের প্রস্তাব পেতেই প্রিয় বন্ধু শাহরুখ খানের নাম তুললেন অভিনেতা! বলিউডে শাহরুখ-সালমানের সম্পর্ক যেন অন্য লেভেলের।
বহু কঠিন সময়ের সাক্ষী থেকেছেন দুজনে। জড়িয়ে ছিলেন একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধে। দুঃসময়ে একে অপরের পাশে থেকেছেন। এবারও এক নারীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে শাহরুখ খানের নামই উচ্চারণ করলেন সালমান! ঘটনাটি ঘটেছে দুবাইয়ে।
সম্প্রতি দুবাইয়ে রয়েছেন সালমান খান। আইফা অ্যাওয়ার্ডে উপস্থিত থাকতে দুবাই আছেন তারকা। ২৬ মে থেকেই যশ আইল্যান্ডে শুরু হচ্ছে অনুষ্ঠানটি। সেখানেই হলিউড থেকে আসা এক তরুণীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন তিনি। আইফার সবুজ কার্পেটে যখন সাংবাদিকদের মুখোমুখি হন সালমন, তখন আমেরিকা থেকে আসা এক নারী আচমকাই ভাইজানের সামনে এসে বিয়ের প্রস্তাব দেন।
বলেন, ‘সালমান, আমি সুদূর হলিউড থেকে এসেছি শুধু আপনাকে একটা প্রশ্ন করার জন্য। প্রথম দেখাতেই আমি আপনার প্রেমে পড়ে গেছি।’ মার্কিন যুবতির এমন কথা শুনে সালমানের মুখে চলে এলো শাহরুখ খানের নাম! সালমান বললেন, ‘তুমি কি শাহরুখ খানের কথা বলছ?’ তারপর সালমানকে পাল্টা উত্তরে সেই মার্কিন সুন্দরী বলেন, ‘আমি সালমান খানের কথাই বলছি। আপনি কি আমাকে বিয়ে করবেন?’ এই প্রশ্নের উত্তরে সালমান বলেন, ‘আমার বিয়ের বয়স পেরিয়ে গেছে। ২০ বছর আগে তোমার সঙ্গে দেখা হলে হতো।’
আইফার সবুজ গালিচায় সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপ্পারাজিরা। সেই ভিডিও এখন ভাইরাল। ভক্তরাও বেশ মজা পেয়েছেন ভাইজানের এমন উত্তর দেখে। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন, বিয়েটা এবার করেই ফেলা উচিত ভাইজান।
বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছেন তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টাইগার-৩’ নিয়ে। এতে ফের একবার ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে ভাইজানকে। সিনেমার শুটিং শেষ হয়েছে ইতিমধ্যে। দীপাবলিতে মুক্তি পাবে ‘টাইগার-৩’। সূত্র : ইন্ডিয়া টুডে