সোমবার, ২৯ মে, ২০২৩, ০৬:০৫:৩১

নায়িকাকে জড়িয়ে ধরে চুমো দেওয়ায় সেই ছেলের নতুন বউয়ের কাণ্ড

নায়িকাকে জড়িয়ে ধরে চুমো দেওয়ায় সেই ছেলের নতুন বউয়ের কাণ্ড

এমটিনিউজ২৪ ডেস্ক : ভক্ত পরিচয় দিয়ে শিরিন শিলাকে চু’মু দিয়েছিলেন মাসুদ রানা নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে শোরগোল। এবার শিরিন শিলাকে চু’মু খাওয়ার কারণে ভেঙে গেল ওই ছেলেটির সংসার। অন্য নারীকে চু’মু খাওয়ায় তাকে ত্যাগ করে চলে গেছে নববধূ। এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান মাসুদ রানার চাচাতো ভাই।

তিনি জানান, আট-নয়দিন হলো বিয়ে করেছেন মাসুদ রানা। কিন্তু এরকম একটি ঘটনা ঘটানোয় নতুন বউ চলে গেছে তাকে ছেড়ে। তিনি বলেন, আমরা খুব অশান্তিতে আছি বিষয়টি নিয়ে। 

এ ঘটনায় মাসুদ রানার নতুন বিয়ে করা বউ চলে গেছে। স্ত্রীকে রেখে সে রাস্তাঘাটে নায়িকাকে চু’মু খাওয়ায় ওইদিন থেকেই তার বাড়িতে ঝামেলা চলছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝাটি মারামারি হচ্ছিল। পরে মাসুদ রানার শশুর বাড়ি থেকে লোকজন এসে তার বউকে নিয়ে গেছে। যাওয়ার সময় আর ফিরে আসবে না বলে জানিয়ে গেছে তার স্ত্রী।

এ সময় মাসুদ রানার ওই চাচাতো ভাই জানান, ঘটনার পর থেকে মাসুদ রানার মা-বোন অর্থাৎ পরিবারের সদস্যরা বাড়িতে থাকতে পারছেন না। তিনি বলেন, ইউটিউবাররা একের পর এক আসছে তাদের বাড়িতে। তার মা-বোনকে এ বিষয়ে নানা প্রশ্ন করছে। তাদের উৎপাতে বাড়ি থাকতে পারছে না মাসুদের পরিবারের সদস্যরা।

সোমবার (২২ মে) অপূর্ব রানা পরিচালিত ‘দ্যা রাইটার’ সিনেমার শুটিংয়ে ঘটনাটি ঘটে। ধামরাইয়ে সিনেমাটির শুটিং চলছিল। সেসময় শুটিং স্পটে উপস্থিত মানসিক ভারসাম্যহীন মাসুদ রানা অভিনেত্রী শিলাকে দেখে এগিয়ে এসে কথা বলতে চায়। সে শিলাকে জড়িয়েও ধরে। এরপর আচমকা চু’মু দেয় তাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে