মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১০:২৭:০০

দেখুন তো এই অভিনেতাকে চিনতে পারেন কিনা?

দেখুন তো এই অভিনেতাকে চিনতে পারেন কিনা?

বিনোদন ডেস্ক: এক মাথা ঝাঁকড়া চুল, সঙ্গে গাল ভর্তি দাড়ি। চোখে কালো চশমা। হালকা বেগনি রঙা সোয়েটশার্ট পরে মুম্বাই বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক। ‘বাবা রামদেব নাকি’! 

ওই যুবকের ছবি দেখে সবার একই প্রশ্ন। মুম্বাইয়ের বিমানবন্দরে কী করছেন তিনি? ভালো করে দেখুন তো এই অভিনেতাকে চিনতে পারেন কিনা? সেই প্রশ্নের উত্তর খোঁজার আগেই চিনতে পারা গেল ওই যুবককে। বাবা রামদেব নন, তিনি দক্ষিণী অভিনেতা ধনুষ। 

নিজের পরবর্তী ছবির জন্যই এমন চেহারা ধরে রেখেছেন দক্ষিণী অভিনেতা। দক্ষিণী পরিচালক অরুণ মাথেস্বরণের পরিচালনায় ‘ক্যাপ্টেন মিলার’ ছবিতে অভিনয় করছেন ধনুষ। অনেক দিন ধরেই চলছে এই ছবি নিয়ে জল্পনা। ছবির চরিত্রের জন্যই চুল ও দাড়ি বাড়িয়েছেন ধনুষ। 

এর আগেও এই লুকে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেতাকে। তবে তখনও এতটা অচেনা লাগেনি তাকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ‘ক্যাপ্টেন মিলার’ ছবির শুটিংয়ের কাজ শেষ করতে চলেছেন দক্ষিণী অভিনেতা। অরুণ মাথেস্বরণ পরিচালিত ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যেতে চলেছে ধনুষকে। 

বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা যেতে চলেছে তাকে। শুধু ‘ক্যাপ্টেন মিলার’ নয়, দক্ষিণী পরিচালক মারি সেলভারাজের সঙ্গে একটি তামিল অ্যাকশন-থ্রিলার ছবিতেও কাজ করতে চলেছে ধনুষ। এর আগে ২০২১ সালে ‘কর্ণন’ ছবিতে এক সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন ধনুষ ও মারি সেলভারাজ। 

তার প্রায় দুই বছর পরে ফের নতুন এক ছবির জন্য হাত মেলাচ্ছেন দক্ষিণের এই জনপ্রিয় পরিচালক ও অভিনেতার জুটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে