বিনোদন ডেস্ক: প্রেম করছেন সারা আলি খান ও শুভমান গিল। বলিপাড়ায় বহুদিন ধরেই উড়ছে এ খবর। একসঙ্গে ডিনার ডেট থেকে দুবাই ভ্রমণ। সারা ও শুভমান গিলের ভিডিও, ছবি মাঝে মধ্যেই ভাইরাল।
তবে সত্যিই সারাকে মন দিয়েছেন কিনা শুভমান, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। তার উপর যেই না ইনস্টাগ্রামে সারার সঙ্গে শুভমানের ছাড়াছাড়ি হয়েছে, তবে থেকে এই প্রেমগুঞ্জন যেন আরও দ্বিগুন হয়েছে।
আর এবার তো গুজরাটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে সারা যা করলেন, তাতে স্পষ্ট শুভমানের প্রতি সারার আশাও ছিল, ভালবাসাও ছিল। আর এখন আর আশা নেই, ভালবাসাও আর নেই! তবে প্রকাশ্যে কিন্তু কেউ কাউকে প্রাক্তন বলতে নারাজ।
এদিকে শুভমান গিলের দল হারতেই অবাক কাণ্ড ঘটালেন সারা!। ঘটনা একটু বিশদে বলা যাক। এই মুহূর্তে সারা ও ভিকি কৌশল তাদের আগামী ছবি ‘জারা হটকে জারা বচকে’ ছবির প্রচারে ব্যস্ত। সোমবার আইপিএল ফাইনালেও খেলার দেখার মাঝে এই ছবির প্রচার সেরেছেন সারা ও ভিকি।
স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগও করেছেন। তবে যেই না শুভমানের গুজরাট টাইটানস ম্যাচ হারল, ঠিক তখনই আনন্দে মাতোয়ারা হলেন সারা। এমনকী, আনন্দে নেচেও উঠলেন সইফকন্যা। সারার এই নাচ দেখে নেটিজেনরা বলছেন, আপনি বেওয়াফা। যাকে ভালবাসতেন, তার হার দেখে আনন্দ!