মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ০২:২০:১১

পারিশ্রমিকে বলিউডকে হারিয়ে দিলেন দক্ষিণ তারকারা!

পারিশ্রমিকে বলিউডকে হারিয়ে দিলেন দক্ষিণ তারকারা!

বিনোদন ডেস্ক: বলিউড মানেই যেন ঝাঁ চকচকে লাইফস্টাইল আর স্টারডাম! বিলাসবহুল বাড়ি–গাড়ি আর বিদেশ ভ্রমণ। সব শেষে মনে আসে অভিনেতাদের উচ্চ পারশ্রমিকের প্রসঙ্গটিও।   

সিনেমা এমন এক শিল্প যেটি দর্শকদের বিনোদন দেয়। পাশাপাশি সংশ্লিষ্ট মানুষদের দেয় প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ। এখন বড় বাজেটের সিনেমা হচ্ছে। অভিনেতারাও প্রচুর পারিশ্রমিক নিচ্ছেন। চলছে বিজ্ঞাপনীর কাজও। 

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খান এবং বলিউডের অন্যান্য বড় তারকাদের পারিশ্রমিক একটি ছবির পুরো বাজেটের চেয়ে নাকি বেশি। এমন ঘটনা ভাইরাল হয় অনেক সময়ই। 

যাইহোক, বলিউডের তিন খান, দক্ষিণে সুপারস্টার প্রভাস, আল্লু অর্জুন, যশ এরা কেউই সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা নন। সমীক্ষা বলছে অন্য অভিনেতার কথা। শাহরুখ, সালমান, আমির এবং অক্ষয় কুমারের মতো অভিনেতারা ছবির জন্য একশো থেকে দেড়শো কোটির মধ্যেই পারিশ্রমিক নেন।

অন্যদিকে তামিল সুপারস্টার বিজয় তার আগামী ছবির জন্য দুইশত কোটি দর হাঁকিয়েছেন। প্রযোজক তা দিতে রাজিও হয়েছেন। দক্ষিণে এই অভিনেতা অবশ্য থ্যালাপতি বিজয় নামেই অধিক পরিচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে