মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ০৩:৪৩:৫৬

করণ জোহরের কীর্তি ফাঁস হতেই তোলপাড়!

করণ জোহরের কীর্তি ফাঁস হতেই তোলপাড়!

বিনোদন ডেস্ক: করণ জোহরের 'কফি উইফ করণ'-শো মানেই সেলেবদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা। এই শো-তে একাধিক বিষয় নিয়ে চর্চা চলতেই থাকে৷ কেউ কেউ আপত্তি তুললেও নিজের জায়গা থেকে একচুলও নড়তে নারাজ করণ জোহর।

অল্পদিনের মধ্যেই জমে উঠেছে 'কফি উইফ করণ'-রিয়্যালিটি শো। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করার পর এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বোমা ফাটালেন পরিচালক করণ জোহর৷ 

যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ করণ জোহর সব সময়েই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। তার মধ্যে যৌ'নজীবন ও শা'রীরিক সম্পর্কই বেশি প্রাধান্য পায়। 

করণ জোহর 'কফি উইফ করণ'-এর সাত নম্বর সিজনে নিজে জানিয়েছিলেন, একবার মাঝআকাশে শারীরিক সম্পর্কে লি'প্ত হতে গিয়ে প্রায় একবার হাতে নাতে ধরা পড়ে গিয়েছিলেন করণ৷

টাইগার শ্রফ ও কৃতি শ্যাননের সঙ্গে কথা বলার সময়েই প্রকাশ্যে গোপন কথা ফাঁ'স করে সকলকে চমকে দিয়েছিলেন প্রযোজক-পরিচালক। করণ জোহর নিজে আরও জানিয়েছিলেন, তার জীবন একাকীত্বে ভরপুর। 

সে যাই-হোক না কেন মুহূর্তের মধ্যে তারকাদের সম্পর্কের খুটিনাটি তর মতো ভাল আর কেউ জানতে পারে না। মুহুর্তের সেলেবদের বেডরুমে ঢুকে যান করণ জোহর।

ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে মুক্তি পেতে চলেছে করণ জোহরের পরবর্তী ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি৷ এই ছবিতে শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনয় করছেন৷ ছবিটি ২৮ জুলাই, ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে