মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ০৫:০৮:০৬

কানের লাল গালিচা মাতালেন সানি লিওন

কানের লাল গালিচা মাতালেন সানি লিওন

বিনোদন ডেস্ক: ধুমধাম করে চলছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে রেড কার্পেটে হাঁটতে দেখা গেছে অনেক বলিউডের তারকারাদের। ৭৬ তম এই উৎসবে লাল গালিচায় হাঁটতে দেখা যায় বলিউড অভিনেত্রী সানি লিওনকে।

২০২৩ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত 'কেনেডি’। যেখানে অভিনয় করেছেন সানি লিওনি ও রাহুল ভাট। লাল গালিচা মাতালেন সানি লিওন।

হালকা গোলাপি রঙের থাইস্লিট পোশাকে নজরকাড়া বলি ডিভা সানি, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে ছোট দুলে অনুগামীদের মাত দিলেন সানি। পরিচালক অনুরাগ কাশ্যপকে দেখা গেছে কালো ব্লেজার ও প্যান্টে। কম যাচ্ছে না অভিনেতা রাহুল ভাটও। 

ছাই রঙের চকচকে ব্লেজারে দারুণ সুন্দর লাগছে তাকে। লাল গালিচায় একসঙ্গে দেখা গেছে সানি লিওন, অনুরাগ কাশ্যপ ও রাহুল ভাটের। কানের ছবিগুলি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী সানি লিওন। সেই সঙ্গে লিখেছেন সুন্দর ক্যাপশনও। 

তিনি লেখেন, এখন পর্যন্ত আমার কেরিয়ারের সবথেকে সুন্দর মুহূর্ত এটি। তাছাড়া আমার গর্বের মুহূর্ত। সেই সঙ্গে অভিনেত্রী অনুরাগ কাশ্যপ ও রাহুল ভাটকে ধন্যবাদ জানিয়েছেন। রাহুল ও অনুরাগ কাশ্যপ সানির সঙ্গে লালা গালিচায় হাঁটার জন্য তিনি আবারও ধন্যবাদ দিলেন তাঁদের। আপনাদের দুজনকেই আমি ভালোবাসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে