শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ১১:৫৬:৫৪

ফটোগ্রাফার অমিতাভ বচ্চন

ফটোগ্রাফার অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : কলকাতা শহরে এসে ইচ্ছেমতো কাজ করেছিলেন ‘পিকু’ ছবির ভাস্কর ব্যানার্জি৷ ভাস্কর না হলেও ভাস্করের চরিত্রে রূপদানকারী অমিতাভ বচ্চনও কম যান না৷ কলকাতা তার পছন্দের শহর, এ কথা আর নতুন করে বলার কিছু নেই৷ আর তাই কলাকাতয় এসে নিজের খুশিমতো বেশ কিছু কাজও করে ফেলেন বিগ বি৷ সে বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাওয়া হোক কিংবা, আড্ডায় পুরনো দিনের কথা মনে করা- টানা শুটিংয়ের দিনগুলো চুটিয়ে উপভোগ করছেন তিনি৷

‘পিকু’ ছবির শুটিংয়ে এসে কলাকাতার রাস্তায় সাইকেল চালিয়েছিলেন৷ ‘তিন’ ছবির শুটিংয়ে আবার স্কুটারে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে তাকে৷ কিন্তু সে তো সব শুটিংয়ের খাতিরে৷ শুটিংয়ের বাইরে কি করছেন? আইফোন হাতে ফটোগ্রাফিতে মনযোগী হয়েছেন বিগ বি৷ শহর কলকাতার বেশ কয়েকটি ছবি চুলে, ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি৷
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে