বুধবার, ৩১ মে, ২০২৩, ১০:৫৮:৪০

৮৩ বছর বয়সে চতুর্থ বার বাবা হচ্ছেন অভিনেতা

৮৩ বছর বয়সে চতুর্থ বার বাবা হচ্ছেন অভিনেতা

বিনোদন ডেস্ক: পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন হলিউডের প্রবীণ তারকা আল পাচিনো৷ ‘পিপল’-এর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৮৩ বছর বয়সি এই অভিনেতার তরফে এই খবরে শিলমোহর দেওয়া হয়েছে৷

জানানো হয়েছে আর এক মাস পরই আল পাচিনোর বান্ধবী নুর আলফাল্লাহ জন্ম দেবেন অভিনেতার চতুর্থ সন্তানের৷ পেশায় ছবির প্রযোজক ২৯ বছর বয়সি নুর গত বছর এপ্রিল থেকে গডফাদার তারকা আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন৷

দীর্ঘ দিন ধরেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে হলিউডের অন্দরমহলে৷ তারকা আল পাচিনোর জ্যেষ্ঠ সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর৷ তার মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট হলেন আল পাচিনোর প্রাক্তন প্রেমিকা৷ 

এছাড়াও আর এক প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি এঞ্জেলো যমজ সন্তান অ্যান্টন এবং অলিভিয়ার জন্ম দিয়েছেন আল পাচিনোর ঔরসে৷ ১৯৯৭ থেকে ২০০৩ পর্যন্ত বেভারলি এবং আল পাচিনোর প্রেম বজায় ছিল৷ 

পাশাপাশি, প্রযোজক নুরও এর আগে একাধিক সম্পর্কে ছিলেন৷ তার প্রেমিকদের মধ্যে অন্যতম গায়ক মাইক জ্যাগার এবং ধনকুবের নিকোলাস বারগ্রুয়েন৷ প্রসঙ্গত ‘গডফাদার ২’-এ আল পাচিনোর সহ-অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে স্বাগত জানিয়েছেন সপ্তম সন্তানকে৷

আল পাচিনো গডফাদার সিরিজ ছাড়াও অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’-সহ হলিউডের একাধিক বক্সঅফিস সফল ছবিতে৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে